হোম > অপরাধ > ঢাকা

লালন উৎসবে সংঘর্ষে অন্তত ৬ জন আহত

গাজীপুরের শ্রীপুরে লালন উৎসবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে সংঘর্ষ চলাকালীন মেলার কয়েকটি দোকানে লুটপাটের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। 

গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে প্রহলাদপুর ইউনিয়নের লোহাগাছিয়া বাজারে এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে তাৎক্ষণিক দুইজনের নাম জানা গেছে। তাঁরা হলেন উপজেলার মারতা গ্রামের সোলাইমান সরকারের ছেলে মেহেদী হাসান (২৭) ও লোহাগাছিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে জনি। 

সরেজমিনে জানা গেছে, তিন দিনের লালন উৎসবের শেষ দিনে অনুষ্ঠানে চলাকালে হঠাৎ করে একটি বাহিনী দা, লাঠি নিয়ে হামলা চালিয়ে কয়েকজনকে মারধর শুরু করে। এরপর অপর একটি পক্ষ পাল্টা হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। 

আহত মেহেদী বলেন, ‘লালন উৎসবে এসে জানতে পারি আমাদের গ্রামের জনি নামের এক ছেলেকে মেরেছে। কে মেরেছে জানতে চাওয়ায় হামলাকারীরা আমাকে রাম দা দিয়ে কোপ দেয়।’ 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক বলেন, এ ঘটনায় কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়েছে। 

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আমির হোসেন বলেন, ‘অনুষ্ঠান চলাকালে উচ্ছৃঙ্খল কিছু যুবক লালন উৎসবে মারধরের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন