হোম > অপরাধ > ঢাকা

জবিতে ছবি তুলে দেওয়ার নামে ছাত্রীকে হয়রানি, জুনিয়রের বিরুদ্ধে অভিযোগ

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের জাহিদ হাসান জনি নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী। 

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থীকে ছবি তুলে দেওয়ার কথা বলে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে নিয়ে যান অভিযুক্ত জাহিদ। সেখানে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেন, যৌন হয়রানি করেন। একপর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ প্রস্তাব দেন। 

অভিযুক্ত জাহিদ হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের ছাত্র।

ভুক্তভোগী বলেন, জাহিদ হাসান জনি আমাকে ছবি ছবি তোলার কথা বলে, জুনিয়র হওয়ায় আমি রাজি হই। সে বলে, অবকাশ ভবনে ছবি ভালো আসে। সেখানে গিয়ে কয়েকটি ছবি তোলার পরই অশালীন কথা বলা শুরু করে। একপর্যায়ে আমার গায়ে হাত দেয়। আমি বারবার সরিয়ে দেওয়ার পরও আমার স্পর্শকাতর স্থানে হাত দেয়। আমি এমন অবস্থা দেখে সেখান থেকে চলে আসি। বিবিএ ভবনের সিঁড়িতে আবার হয়রানি করে।

ভুক্তভোগী আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবির স্যার আমাকে ডেকেছেন। আমি এর সঠিক বিচারের আশা করছি। 

ভুক্তভোগী শিক্ষার্থীর বন্ধু সাদমান সাম্য বলেন, ‘ভুক্তভোগী আমার বন্ধু, সে আমাকে জানিয়েছে যে, জাহিদ ছবি তোলার নাম করে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং কুপ্রস্তাব দেয়।’ 

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত জাহিদ হাসান জনিকে একাধিকবার ফোন কল দেওয়া হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কাছে অভিযোগ নিয়ে এসেছিল ভুক্তভোগী নারী শিক্ষার্থী ও তার বন্ধুরা। আমি ডিনকে ডেকেছিলাম। এখন যেহেতু বিশ্ববিদ্যালয়ে প্রক্টর নেই, আমাকেই দেখতে হচ্ছে বিষয়গুলো। আগামী রোববার ছেলের পরিবার ও ছেলে থাকবে, সংশ্লিষ্ট ডিনও থাকবেন। সবার কথা শুনে তারপর ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ