হোম > অপরাধ > ঢাকা

মিরপুরে ছিনতাইয়ের সময় খুন, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ছিনতাইয়ের পরে ছুরিকাঘাতে সম্প্রতি খুন হন সাইমন নামে এক পোশাকশ্রমিক। চার দিন আগের এই হত্যাকাণ্ডে দায়ের করা এক মামলায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইউসুফ (২১) ও ইকবাল (২০)।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুর ২ নম্বর ডিসি অফিসে এক সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লা এসব তথ্য জানান।

ঘটনার এক দিন পর গত বুধবার ভুক্তভোগীর বাবা শাহজাহান শেখ দারুস সালাম থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। মামলার এক দিন পর মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ১০০ টাকা ও একটি চাকু জব্দ করা হয়। অপর আসামিকে ধরতে অভিযান চলছে।

পুলিশ জানায়, দুই মাস আগে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে গার্মেন্টসে চাকরি করার স্বপ্ন নিয়ে রাজধানীতে আসেন সাইমন। চাচার সঙ্গে থেকে মিরপুরের একটি গার্মেন্টসে পোশাকশ্রমিকের কাজ করতেন। প্রথম মাসের বেতনের টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া করতে সনি সিনেমা হল এলাকায় গিয়েছিলেন। সাইমনের সঙ্গে ছিলেন বন্ধু রাব্বি ও হৃদয়। বেতনের ১০ হাজার টাকার মধ্যে ২ হাজার টাকা খরচও করেছিলেন। কিনেছিলেন একটি প্যান্ট।

ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় বাসায় ফেরার পথে ভুক্তভোগী সাইমন ও রাব্বি ছিনতাইকারীর কবলে পড়েন। তিন ছিনতাইকারী তাদের দুজনকে বলে, সাইমন নাকি তাদের বড় ভাইকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। ছবি মিলিয়ে দেখার কথা বলে রিকশায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নিয়ে যায় তাঁদের। সাইমনকে ছিনতাইকারীরা একটু দূরে নিয়ে গিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীরা ভুক্তভোগীকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে প্রত্যক্ষদর্শীরা সাইমনকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল