হোম > অপরাধ > ঢাকা

মিরপুরে ছিনতাইয়ের সময় খুন, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ছিনতাইয়ের পরে ছুরিকাঘাতে সম্প্রতি খুন হন সাইমন নামে এক পোশাকশ্রমিক। চার দিন আগের এই হত্যাকাণ্ডে দায়ের করা এক মামলায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইউসুফ (২১) ও ইকবাল (২০)।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুর ২ নম্বর ডিসি অফিসে এক সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লা এসব তথ্য জানান।

ঘটনার এক দিন পর গত বুধবার ভুক্তভোগীর বাবা শাহজাহান শেখ দারুস সালাম থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। মামলার এক দিন পর মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ১০০ টাকা ও একটি চাকু জব্দ করা হয়। অপর আসামিকে ধরতে অভিযান চলছে।

পুলিশ জানায়, দুই মাস আগে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে গার্মেন্টসে চাকরি করার স্বপ্ন নিয়ে রাজধানীতে আসেন সাইমন। চাচার সঙ্গে থেকে মিরপুরের একটি গার্মেন্টসে পোশাকশ্রমিকের কাজ করতেন। প্রথম মাসের বেতনের টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া করতে সনি সিনেমা হল এলাকায় গিয়েছিলেন। সাইমনের সঙ্গে ছিলেন বন্ধু রাব্বি ও হৃদয়। বেতনের ১০ হাজার টাকার মধ্যে ২ হাজার টাকা খরচও করেছিলেন। কিনেছিলেন একটি প্যান্ট।

ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় বাসায় ফেরার পথে ভুক্তভোগী সাইমন ও রাব্বি ছিনতাইকারীর কবলে পড়েন। তিন ছিনতাইকারী তাদের দুজনকে বলে, সাইমন নাকি তাদের বড় ভাইকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। ছবি মিলিয়ে দেখার কথা বলে রিকশায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নিয়ে যায় তাঁদের। সাইমনকে ছিনতাইকারীরা একটু দূরে নিয়ে গিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীরা ভুক্তভোগীকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে প্রত্যক্ষদর্শীরা সাইমনকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব