হোম > অপরাধ > ঢাকা

তেল কম দিয়ে ফের লাখ টাকা জরিমানা গুনল সোহরাব সার্ভিস স্টেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্প্রতি রাজধনীর কল্যাণপুরে সোহরাব সার্ভিস স্টেশন থেকে ৫০০ টাকার অকটেন কিনে প্রতারিত হয়ে প্রতিবাদ করেন ইসতিয়াক আহমদ। পরে তাঁর দেওয়া লিখিত অভিযোগের শুনানিতে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের শুনানি শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ সময় ভুক্তভোগীর হাতে ক্ষতিপূরণের ২৫ হাজার টাকা তুলে দেন তিনি।

এর আগে গত ১ আগস্ট রাজধানীর কল্যাণপুরের সোহরাব সার্ভিস স্টেশনে জ্বালানি তেল কিনতে যান ইসতিয়াক। কিন্তু তেলের পরিমাণ কম দেওয়ায় প্রতিবাদ করেন তিনি। একটি কাগজে ‘সঠিক পরিমাণে তেল চাই’ লিখে কয়েক ঘণ্টা ওই পাম্পে অবস্থান করেন। তাঁর এই প্রতিবাদ অল্প সময়ের মধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে বিষয়টি নিয়ে ভোক্তা অধিকারের পক্ষ থেকে বেসরকারি ব্যাংক কর্মকর্তা ইসতিয়াক আহমদের সঙ্গে যোগাযোগ করা হয়। ইসতিয়াক মঙ্গলবার ভোক্তা অধিকারে গিয়ে অভিযোগ করেন, যার পরিপ্রেক্ষিতে সোহরাব সার্ভিস স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এর আগে গত ২ আগস্ট তেল কম দেওয়ার অভিযোগে সোহরাব সার্ভিস স্টেশনে অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ সময় পেট্রোল পাম্পটির দুটি ইউনিটে প্রতি ১০ লিটার ডিজেলে ৪০ মিলিলিটার করে কম দেওয়ায় ২ লাখ টাকা জরিমানা করেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে গত চার দিনে ১৮০ টাকার তেল কম দিয়ে ৩ লাখ টাকা জরিমানা গুনল প্রতিষ্ঠানটি।

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ