হোম > অপরাধ > ঢাকা

মডার্নার টিকাসহ গ্রেপ্তার বিজয় কৃষ্ণের দুই দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মডার্নার করোনা টিকা অবৈধভাবে দখলের রাখার অভিযোগে গ্রেপ্তার রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ ক্লিনিকের মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৯ আগস্ট বিজয় কৃষ্ণকে আদালতে হাজির করে পুলিশ। এরপর দক্ষিণখান থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। ওই দিন আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আজ রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।

১৮ আগস্ট রাতে তাঁকে আটক করে দক্ষিণখান থানা-পুলিশ। এ সময় ক্লিনিকটি থেকে মডার্নার দুটি অ্যাম্পুল পাওয়া যায়। যার একটির মধ্যে টিকার আইসিক ছিল। এ ছাড়া মডার্না টিকার খালি বক্স পাওয়া যায় ২২টি। এ ঘটনায় দক্ষিণখান থানায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, বিজয় কৃষ্ণ তাঁর ক্লিনিকে অবৈধভাবে মর্ডানার টিকা রেখে মানুষকে দিয়েছেন বলে জানা গেছে। টিকা দেওয়ার জন্য তাঁর ক্লিনিকের কোনো অনুমোদন নেই। এ অবস্থায় ওই টিকা গুলি কীভাবে তাঁর কাছে এল এবং এর সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করার জন্য তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ