হোম > অপরাধ > ঢাকা

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার, পরে মৃত্যু 

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে নন্দিনী বিশ্বাস (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের এক বাড়ি থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। 

স্বজনদের দাবি, নন্দিনীর কানে থাকা সোনার দুল ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়েছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। 

নিহত নন্দিনী বিশ্বাস উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের বিজন বিশ্বাসের মেয়ে ও নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। 

শিশুর বাবা বিজন বিশ্বাস বলেন, ‘আজ সকাল ৮টার দিকে নন্দিনীসহ পরিবারের সবাই একসঙ্গে খাবার খাই। পরে আমি ও আমার স্ত্রী মলিনী বিশ্বাস পৌনে ৯টার দিকে জমিতে কাজ করতে বেরিয়ে যাই। ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া আমার ছেলে দেবব্রত বিশ্বাসও স্কুলে চলে যায়। বাড়িতে নন্দিনী একাই ছিল। সকাল ১১টার দিকে আমার ভাগনে কৃষ্ণ বর আমার সামনে দিয়ে আমাদের বাড়ির দিকে যেতে দেখি। এর কিছু সময় পর কৃষ্ণ ফিরে এসে আমাকে খবর দেয় আমার মেয়ে নন্দিনী প্রতিবেশী নিত্যভক্তের ঘরের অজ্ঞান অবস্থায় পড়ে আছে।’ 

বিজন বিশ্বাস জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন নিত্যভক্তের বাড়িতে কেউ নেই। আর নন্দিনী পড়ে আছে। তার মেয়ের দুই কানে থাকা স্বর্ণের দুল পাওয়া যায়নি। মেয়েকে দুপুর ১২টার দিকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. কেয়া বালা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরে বখাটে ভাগনে কৃষ্ণ পালিয়ে গেছে। সে মাদকাসক্ত। আর নিত্যভক্তের বাড়িও তালাবদ্ধ। নন্দিনীর কানের দুল নিতেই তাকে হত্যা করা হয়েছে বলে দাবি তাঁর। 

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন বলেন, ‘মেয়েটির গলায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করে মুকসুদপুর থানা-পুলিশকে অবহিত করি।’ 

মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল বাশার আজকের পত্রিকাকে বলেন, ‘সুরতহাল রিপোর্টে মেয়েটির নাকে ও দুই কানে রক্ত ও গলায় কালচে চিহ্ন উল্লেখ করা হয়েছে। লাশ মুকসুদপুর থানায় রাখা হয়েছে। আগামীকাল সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।’ 

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে এটি জানা যায়নি। তবে এ ঘটনার রহস্য খুঁজে বের করে ও জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার