মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারেরচর এলাকায় কুপিয়ে পা বিচ্ছিন্ন করার ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার সকালে পা বিচ্ছিন্ন হওয়া মিরাজ খানের বড় ভাই মো. কামাল খান বাদী হয়ে কালকিনি থানায় এ মামলা করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসতিয়াক আসফাক রাসেল জানান, ‘কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারেরচর এলাকার মিরাজ খাঁ (৫০) এবং তাঁর ছেলে নাজমুল খাঁ (২২) বুধবার বিকেলে একই ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামে নাজমুলের শ্বশুর আনোয়ার হোসেনের বাড়িতে বেড়াতে যান। রাতে দরজা ভেঙে তাঁদের ঘরে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। ওই দুর্বৃত্তরা মিরাজ ও তাঁর ছেলেকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে মিরাজের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন করে পালিয়ে যায় তারা। মিরাজ খান ও তাঁর ছেলে নাজমুল খান বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় মিরাজ খানের বড় ভাই কামাল খান বাদী হয়ে একই ইউনিয়নের আফান তালুকদার, জামাল তালুকদারসহ ৩৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫ জনকে অজ্ঞাতনামা রেখে হত্যাচেষ্টার মামলা করেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অপরাধীদের গ্রেপ্তারে জোর চেষ্টা করে যাচ্ছে পুলিশ।
প্রসঙ্গত, পূর্ব এনায়েতনগর ইউনিয়নে স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কবির খান ও বাদল তালুকদার গ্রুপের বিবাদ চলছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাদল তালুকদার চেয়ারম্যান পদে কবির খানের স্ত্রীর কাছে পরাজিত হন। এ ঘটনার জেরে কবির খান গ্রুপের সমর্থক মিরাজ খানকে কোপানো হয়েছে বলে দাবি কামাল খানের। অন্যদিকে আফান তালুকদার ও জামাল তালুকদার হলেন বাদল তালুকদার গ্রুপের সদস্য।