হোম > অপরাধ > ঢাকা

রাখালদের বেঁধে শূকরের পাল ডাকাতি, সাত দিন পর উদ্ধার

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুর থানা পু‌লি‌শের অভিযানে অবশেষে ডাকাতি করে নিয়ে যাওয়া ৪০টি শূকর উদ্ধার হয়েছে। আজ শনিবার ভোরে শূকরগুলো মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়। সখীপুর থেকে ডাকাতি হয়েছিল শূকরগুলো। শূকরগুলো বর্তমানে সখীপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

আজ বিকেলে সখীপুর থানা পুলিশ জানায়, ঘাটাইল উপজেলার পরেশ চন্দ্র দাস তাঁর ১০৯টি শূকর সখীপুর পৌরসভার আন্দিতে বন এলাকায় রেখে পালন করছিলেন। গত ১০ জুন রাতে কয়েকজন দুর্বৃত্ত চারজন রাখালকে বেঁধে রেখে ৫১টি শূকর ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় গত ১৫ জুন সকা‌লে মালিক পরেশ চন্দ্র দাস সখীপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে দস্যুতার মামলা করেন। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই রাতেই ঘটনার স‌ঙ্গে জ‌ড়িত আকবর হোসেন রাসেল (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করে। দুই দিনের রিমান্ডে তাঁর দেওয়া তথ্যে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার একটি ডাস্টবিন থেকে ৪০টি শূকর উদ্ধার করা হয়। এসব শূকরের আনুমানিক মূল্য ৫ লাখ ২৯ হাজার টাকা। গ্রেপ্তার আকবর হোসেন নেত্রকোনা জেলার কমলাকান্দা পুয়ারপুর গ্রামের আলী আজগরের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপ–পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বলেন, মামলাটির দায়িত্ব পাওয়ার পরই গুরুত্ব সহকারে তদন্ত করা হয়েছে। আমরা অবশেষে শূকরগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি। মালিক খুবই খুশি হয়েছেন।

সখীপুর থানার ওসি একে সাইদুল হক ভূঁইয়া বলেন, শূকরগুলো মালিকের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন