হোম > অপরাধ > ঢাকা

রাজধানীতে ‘ছোঁ মেরে ছিনতাই’ চক্রের ১৬ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে বাস, প্রাইভেটকার ও সিএনজি যাত্রীদের কাছ থেকে থাবা ও ছোঁ মেরে মোবাইল ফোন, ব্যাগসহ মূল্যবান মালামাল ছিনতাই করে আসছিল একটি চক্র। সংঘবদ্ধ এ চক্রের ১৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। 

এ সময় তাঁদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, মোটরসাইকেল, স্বর্ণের দুল, নগদ টাকাসহ ছিনতাইয়ে ব্যবহৃত চারটি চাকু জব্দ করা হয়। 

গতকাল শুক্রবার ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিমের বিশেষ অভিযানে রাজধানী ঢাকার উত্তরখান থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন—মো. মিজান (৩৮), আমিরুল ইসলাম বাবু, শরিফ হোসেন (২৩), হৃদয় (২১), মো. রাজ (২০), মো. সুমন (৩২), সোহেল বাবু (২৬), হৃদয় (২২), মনিরুজ্জামান (৪০), মো. নাজমুল (২৬), মো. মনির (৪০), মো. ইমরান (২০), মো. ফারুক (২৮), আশরাফুল ইসলাম সজিব (৩১), মো. আরিফ (১৪) ও হাসান (২০)। 

আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ। 

হারুন অর রশিদ বলেন, ‘গ্রেপ্তার ১৬ জনের ১২ জনই মাদকাসক্ত। তাঁদের মধ্যে তিনজন মহাজন রয়েছে। যারা নেতৃত্ব দিয়ে থাকেন। চক্রের সদস্যরা রাজধানীর মহাখালী, আমতলী, কাকলী, বনানী, ঢাকা গেইট, খিলক্ষেত, বিমানবন্দর, উত্তরা, জসিম উদ্দিন, আব্দুল্লাহপুর এবং টঙ্গী বাস স্ট্যান্ড এলাকায় ছিনতাই করে আসছিল। মিজান, জয়-বাবু ও শরীফের নেতৃত্বে বাস, প্রাইভেটকার ও সিএনজির যাত্রীদের কাছ থেকে থাবা ও ছোঁ মেরে মোবাইল ফোন, ব্যাগ ও গলার চেইনসহ মূল্যবান মালামাল কেড়ে ছিনতাই করত চক্রটি।’ 

ডিবি প্রধান বলেন, ‘মোবাইল ফোন ছিনতাই হলে আমি বলব সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানায় একটি জিডি করে করে রাখবেন। জিডির পরবর্তীতে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা দ্রুত ব্যবস্থা নেওয়া চেষ্টা করব।’ 

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে উত্তরখান থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ডিবি প্রধান। 

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন