হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে পানি পান করতে গিয়ে অটোচাপায় প্রাণ গেল শিশুর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে নানির সঙ্গে বাজারে গিয়েছিল ছয় বছরের শিশু সামিয়া। মরিচ গুঁড়ো করানোর জন্য নাতনিকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন বৃদ্ধা। কিন্তু বাজারে বসে শিশুটির পানির পিপাসা পায়। তবে তার আর পানি পান করা হয়নি। দৌড়ে সড়কের ওপারে যাওয়ার সময় অটোরিকশার চাপায় প্রাণ হারায় সামিয়া।

আজ শুক্রবার রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বরমী-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের গোসিঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

সামিয়া উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর গ্ৰামের আব্দুস সাত্তারের মেয়ে। তাদের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। সামিয়ার বাবা আব্দুস সাত্তার দুই বছর ধরে গোসিঙ্গা এলাকায় থাকেন।

শিশুটির এক আত্মীয় আলী নেওয়াজ বলেন, সামিয়াকে নিয়ে তার নানি পাশের গোসিঙ্গা বাজারে মরিচ গুঁড়ো করতে যান। তিনি সড়কের পাশে একটি দোকানে মরিচ গুঁড়ো করাচ্ছিলেন। হঠাৎ সামিয়ার পানি পিপাসা পায়। সে পানি পান করতে সড়কের অপর প্রান্তে যাওয়ার জন্য দৌড় দেয়। এ সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়। অটোরিকশাটি শিশুটিকে কিছু দূর টেনেহিঁচড়ে যায়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, অটোরিকশার চাপায় শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তার স্বজনদের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব