হোম > অপরাধ > ঢাকা

পুলিশ কি উড়ে উড়ে যাবে—৯৯৯-এ কল দিয়ে জবাব পেলেন ভুক্তভোগী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গেটের তালা ভেঙে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। গতকাল বৃহস্পতিবার ভোরে সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে ভুক্তভোগী সানাউল হক গতকাল বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। এর আগে একই দিন র‍্যাব-১১ বরাবর একটি অভিযোগও দেন ভুক্তভোগী। 

মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, সানাউল হক গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে বাসার নিচে বিকট শব্দ শুনতে পেয়ে জানালায় গিয়ে দেখতে পান চারজন ব্যক্তি শাবল এবং তালা কাটার সরঞ্জাম নিয়ে তালা কাটার চেষ্টা করছে। সবাই দ্রুত নিচে গিয়ে দেখেন বাড়ির মূল ফটক বাইরে থেকে তালা দেওয়া। ফটকের বাইরে ওই চারজন তখন মারমুখী ভঙ্গিতে তাঁকে এবং তাঁর বড় ভাইকে মারার জন্য তেড়ে আসে। তাৎক্ষণিক মুখোশধারী দুজন গ্যারেজে থাকা মোটরসাইকেলটি নিয়ে যায় এবং অপর দুই জন রাস্তায় অবস্থান করে। তখন সানাউল জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে তাঁকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। 

এ বিষয়ে ভুক্তভোগী সানাউল হক বলেন, ‘৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানোর ২০ মিনিট পরেও পুলিশ না আসায় আমি আবার ৯৯৯-এ ফোন দেই। ফোন রিসিভ করা ব্যক্তি আমার সঙ্গে খারাপ আচরণ করেন। বলেন, আপনি ২০ মিনিট আগে ফোন দিয়েছেন, ২০ মিনিটে কি থানা থেকে পুলিশ উড়ে উড়ে যাবে? আপনি আবার পাঁচ ঘণ্টা পর আমাকে কল দিবেন।’ 

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।’ 

তবে ভুক্তভোগীর ৯৯৯-এ কল দেওয়ার বিষয়টি জানা নেই বলে উল্লেখ করেন ওসি।

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন