হোম > অপরাধ > ঢাকা

পুলিশ কি উড়ে উড়ে যাবে—৯৯৯-এ কল দিয়ে জবাব পেলেন ভুক্তভোগী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গেটের তালা ভেঙে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। গতকাল বৃহস্পতিবার ভোরে সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে ভুক্তভোগী সানাউল হক গতকাল বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। এর আগে একই দিন র‍্যাব-১১ বরাবর একটি অভিযোগও দেন ভুক্তভোগী। 

মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, সানাউল হক গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে বাসার নিচে বিকট শব্দ শুনতে পেয়ে জানালায় গিয়ে দেখতে পান চারজন ব্যক্তি শাবল এবং তালা কাটার সরঞ্জাম নিয়ে তালা কাটার চেষ্টা করছে। সবাই দ্রুত নিচে গিয়ে দেখেন বাড়ির মূল ফটক বাইরে থেকে তালা দেওয়া। ফটকের বাইরে ওই চারজন তখন মারমুখী ভঙ্গিতে তাঁকে এবং তাঁর বড় ভাইকে মারার জন্য তেড়ে আসে। তাৎক্ষণিক মুখোশধারী দুজন গ্যারেজে থাকা মোটরসাইকেলটি নিয়ে যায় এবং অপর দুই জন রাস্তায় অবস্থান করে। তখন সানাউল জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে তাঁকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। 

এ বিষয়ে ভুক্তভোগী সানাউল হক বলেন, ‘৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানোর ২০ মিনিট পরেও পুলিশ না আসায় আমি আবার ৯৯৯-এ ফোন দেই। ফোন রিসিভ করা ব্যক্তি আমার সঙ্গে খারাপ আচরণ করেন। বলেন, আপনি ২০ মিনিট আগে ফোন দিয়েছেন, ২০ মিনিটে কি থানা থেকে পুলিশ উড়ে উড়ে যাবে? আপনি আবার পাঁচ ঘণ্টা পর আমাকে কল দিবেন।’ 

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।’ 

তবে ভুক্তভোগীর ৯৯৯-এ কল দেওয়ার বিষয়টি জানা নেই বলে উল্লেখ করেন ওসি।

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি