হোম > অপরাধ > ঢাকা

পুলিশ কি উড়ে উড়ে যাবে—৯৯৯-এ কল দিয়ে জবাব পেলেন ভুক্তভোগী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গেটের তালা ভেঙে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। গতকাল বৃহস্পতিবার ভোরে সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে ভুক্তভোগী সানাউল হক গতকাল বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। এর আগে একই দিন র‍্যাব-১১ বরাবর একটি অভিযোগও দেন ভুক্তভোগী। 

মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, সানাউল হক গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে বাসার নিচে বিকট শব্দ শুনতে পেয়ে জানালায় গিয়ে দেখতে পান চারজন ব্যক্তি শাবল এবং তালা কাটার সরঞ্জাম নিয়ে তালা কাটার চেষ্টা করছে। সবাই দ্রুত নিচে গিয়ে দেখেন বাড়ির মূল ফটক বাইরে থেকে তালা দেওয়া। ফটকের বাইরে ওই চারজন তখন মারমুখী ভঙ্গিতে তাঁকে এবং তাঁর বড় ভাইকে মারার জন্য তেড়ে আসে। তাৎক্ষণিক মুখোশধারী দুজন গ্যারেজে থাকা মোটরসাইকেলটি নিয়ে যায় এবং অপর দুই জন রাস্তায় অবস্থান করে। তখন সানাউল জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে তাঁকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। 

এ বিষয়ে ভুক্তভোগী সানাউল হক বলেন, ‘৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানোর ২০ মিনিট পরেও পুলিশ না আসায় আমি আবার ৯৯৯-এ ফোন দেই। ফোন রিসিভ করা ব্যক্তি আমার সঙ্গে খারাপ আচরণ করেন। বলেন, আপনি ২০ মিনিট আগে ফোন দিয়েছেন, ২০ মিনিটে কি থানা থেকে পুলিশ উড়ে উড়ে যাবে? আপনি আবার পাঁচ ঘণ্টা পর আমাকে কল দিবেন।’ 

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।’ 

তবে ভুক্তভোগীর ৯৯৯-এ কল দেওয়ার বিষয়টি জানা নেই বলে উল্লেখ করেন ওসি।

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬