ব্যবসার কথা বলে টাকা নিয়ে সেটা আর ফেরত দিতেন না মো. রাসেল মোল্লা ওরফে আসাদুজ্জামান। কয়েক বছরে এভাবে প্রায় এক কোটি পঁচিশ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় মামলা আছে অন্তত দশটি। এক মামলায় গতকাল সোমবার রাতে রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ মঙ্গলবার তাঁকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসব জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান। তিনি বলেন, রাসেল মোল্লা একজন পেশাদার প্রতারক। তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় এক বছর করে সাজা পরোয়ানা এবং তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে। রাসেল টাকা আত্মসাৎ করে গ্রেপ্তার এড়ানোর জন্য দীর্ঘদিন পলাতক ছিলেন।
তিনি আরও জানান, রাসেলের বিরুদ্ধে বর্তমানে বরিশালে তিনটি, ঢাকায় দুটি এবং মুন্সিগঞ্জে একটি প্রতারণার মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।