হোম > অপরাধ > ঢাকা

ফরিদপুরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের কৃষ্ণনগর ইউনিয়নের গাবির বিলের কলাবাগান থেকে এক কাঁচামাল ও গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

নিহত ব্যক্তির নাম শরীফ শেখ (৩৫)। তিনি একই ইউনিয়নের রহিমপুর গ্রামের নিমাই শেখের ছেলে। নিহত শরীফ নিজ বাড়ির অদূরের স্থানীয় বাজারে কাঁচামালের ব্যবসায়ী ছিলেন এবং কোরবানির ঈদের সময় গরু কেনাবেচার ব্যবসা করতেন। 

পরিবারের দাবি, তাঁর কাছে গরু কেনাবেচার কয়েক লাখ টাকা ছিল। ওই টাকার জন্যই তাঁকে হত্যা করা হয়েছে বলে মনে করেছেন তাঁরা। 

পরিবারের সদস্যরা জানান, শরীফ গতকাল শনিবার রাত ১০টার পর থেকে নিখোঁজ ছিলেন। সকালে স্থানীয়রা কলাবাগানের পাশের মরিচখেতে গিয়ে তাঁর মরদেহ দেখতে পায়। পরে তাঁরা পরিবারের সদস্যদের ও ৯৯৯ নম্বরে জানায়। 

কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা জানান, নিহত শরীফের মাথা কুপিয়ে তিনটি খণ্ড করা হয়। এরপর তাঁকে উপুড় করে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ‘৯৯৯ নম্বরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদে উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করি। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে এবং হত্যার সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। 

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি