হোম > অপরাধ > ঢাকা

‘থানার ওসিরা তাঁকে ‘স্যার’ বলতে মুখে ফেনা তুলতেন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি বিভিন্ন দপ্তর, পুলিশ, গোয়েন্দা সংস্থা, ঢাকা ওয়াসাসহ বেসরকারি নামীদামি সব প্রতিষ্ঠানে চাকরি দিচ্ছেন হরহামেশা। তিনি হাইকোর্ট ডিভিশনের ভুয়া বেঞ্চ অফিসার রাশেদুল ইসলাম। পড়াশোনা এসএসসি পাস। পুলিশ কর্মকর্তাদেরও নাকানিচুবানি খাওয়ান। থানার ওসিরা ‘স্যার’ বলতে বলতে মুখে ফেনা তোলেন।

সেই রাশেদুলকে গতকাল বুধবার রাতে রাজধানীর যাত্রাবাড়ীর মিরহাজীরবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিভাগটির (ঢাকা মেট্রো) অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, ‘এ প্রতারক এক অঙ্গে বহুরূপী ছিলেন। বেশ কিছুদিন হাইকোর্টের এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেছেন। সেখান থেকেই আইন পেশায় হাত পাকিয়েছেন তিনি।’ 

অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, ‘বাকপটু রাশেদুল বিভিন্ন অফিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক আছে—এই কথা বলে প্রতারণা করে আসছিলেন। ভুয়া কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন কথাবার্তার অনেকগুলো অডিও বার্তা তাঁর মোবাইল ফোন থেকে পাওয়া গেছে।’ 

এ কর্মকর্তা আরও বলেন, ‘গত দুই বছরে ২০ থেকে ২২ জনের কাছ থেকে চাকরিসহ বিভিন্ন কাজের প্রলোভন দিয়ে ২ থেকে ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাঁর কথা বলার ধরন দেখে বোঝার উপায় নেই যে তিনি আইনজীবী নন।’ 

বন্দুকের লাইসেন্স করিয়ে দেওয়া, পাওনাদারের টাকা উদ্ধারসহ নানা কাজের বিনিময়ে কমিশন হিসেবে টাকা নিতেন রাশেদুল। সিআইডি তাৎক্ষণিকভাবে আটজন ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন উদ্দেশ্যে প্রতারণা করে প্রায় ৩৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পেয়েছে বলে জানান সিআইডির কর্মকর্তা ইমাম হোসেন।

রাশেদুল হাইকোর্টের বেঞ্চ অফিসার নামে ভিজিটিং কার্ড ছাপিয়ে যাত্রাবাড়ী এলাকায় অফিস ভাড়া করে দীর্ঘদিন প্রতারণা করে আসছিলেন। কখনো নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবার কখনো খুলনা ল’ কলেজের সাবেক ভিপি বলে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেছিলেন।

ইমাম হোসেন বলেন, ‘বেঞ্চ অফিসার হিসেবে সরকারি উচ্চ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে তাঁর হাত রয়েছে মর্মে মিথ্যা আশ্বাস দিয়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে আসামিদের জামিন ও খালাস করানোসহ কোর্টের যাবতীয় কাজে পারদর্শী বলে দাবি করে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (এসএসপি) আজাদ রহমান, সিআইডির (ঢাকা পশ্চিম) সহকারী পুলিশ সুপার এএসপি জিয়াউর রহমান ও পরিদর্শক রেজাউল করিম।

প্রতারণা সম্পর্কিত আরও পড়ুন:

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি