হোম > অপরাধ > ঢাকা

মোবাইলকে কেন্দ্র করে মতিঝিলে যুবক খুন, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মতিঝিলে ভাসমান যুবক হৃদয় খুনের ঘটনায় রহস্য উদ্ঘাটনসহ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম ফাহিম। আজ বুধবার সকাল ৮টায় মতিঝিল থেকে ফাহিমকে গ্রেপ্তার করে পুলিশ।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বলেন, ‘ভিকটিমের নাম হৃদয় ওরফে আলিফ। হৃদয়ের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার মতিঝিল থানায় একটি খুনের মামলা হয়।’

মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘পেন্টাগন হোটেলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানা যায়, হৃদয় ওই এলাকায় ভাসমান। একটি মোবাইলকে কেন্দ্র করে হৃদয়ের সঙ্গে ফাহিম নামের আরেক যুবকের ঝগড়া ও মারামারি হয়। একপর্যায়ে ফাহিম কাঁচি দিয়ে হৃদয়ের বুকে আঘাত করে।’

ফাহিমকে গ্রেপ্তার ও আঘাত করা কাঁচি উদ্ধার সম্পর্কে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘বুধবার সকাল ৮টায় মতিঝিলের যুগান্তর গলি থেকে ফাহিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মতিঝিলের সিরাজ ভবনের পাশের ময়লার স্তূপ থেকে হত্যার ঘটনায় ব্যবহৃত কাঁচি ও ফাহিমের গায়ে থাকা রক্তমাখা টি-শার্ট উদ্ধার করা হয়।’ 

মামলার এজাহারের বরাত দিয়ে মতিঝিল থানার ওসি বলেন, গত সোমবার রাত ১১টায় টহল পুলিশ উত্তর কমলাপুরের মাজার রোড এলাকার পেন্টাগন হোটেলের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু