হোম > অপরাধ > ঢাকা

কিশোরগঞ্জে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জ রেলস্টেশনের রেস্টহাউসে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় একমাত্র অভিযুক্ত মাহমুদুল হাসান সাগরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার ভোরে নেত্রকোনা জেলার বারহাট্টা থানার ঝাউয়াইলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। 

আজ দুপুরে কিশোরগঞ্জ র‍্যাব-১৪ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জ র‍্যাব-১৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এম শোভন খান। 

সংবাদ সম্মেলনে শোভন খান বলেন, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ রেলস্টেশনের রেস্টহাউসে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে চতুর্থ শ্রেণির কর্মচারী মাহমুদুল হাসান সাগর। পরে ওই ছাত্রীর চিৎকার শুনে লোকজন এলে সাগর রেস্টহাউসের জানালা ভেঙে পালিয়ে যান। ওই দিন রাতেই ভুক্তভোগীর ভাই কিশোরগঞ্জ রেলওয়ে থানায় মাহমুদুল হাসান সাগরকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। 

আসামি সাগরকে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ