হোম > অপরাধ > ঢাকা

শাহজালালে বতসোয়ানার নারীর ব্যাগে মিলল ৩ কেজি হেরোইন

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি হেরোইনসহ মোলাপিসি লেসেডি নামের বতসোয়ানার এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। আজ রোববার বিকেল সাড়ে ৪টায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (ডিসি) সানোয়ারুল কবির আজকের পত্রিকাকে বলেন, সকালেই আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি বিমানবন্দরে দিয়ে কোকেনের চোরাচালান হবে। ওই তথ্যের ভিত্তিতে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে আগত সন্দেহজনক বতসোয়ানার নাগরিককে উড়োজাহাজ থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তাঁর সঙ্গে থাকা লাগেজ স্ক্যানিং করা হয়।

স্ক্যানিংয়ের সময় লাগেজের ভেতরে থাকা কতগুলো ব্যাগের ভেতরে মাদকের অস্তিত্ব পাওয়া যায়। সানোয়ারুল কবির জানান, লাগেজে পাওয়া মাদকের ওজন ৩ কেজি ১৪৫ গ্রাম। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবগত করলে তারা পরীক্ষার পর জানায়, এসব মাদক হলো হেরোইন।

মো. সানোয়ারুল কবির বলেন, এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার