রাজধানীর বিমানবন্দরে চাকুসহ চার ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-১। আটককৃতরা হলেন মো. রকি (২৩), মো. সাইদুল (২২), নাঈম হোসেন (২০) ও মো. ফরিদ (১৮)। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দর রেলস্টেশনের পূর্ব পাশের ফুটওভার ব্রিজের পাশ থেকে তাঁদের আটক করা হয়।
র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. পারভেজ রানা আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতদের মধ্যে রকি ঢাকার মৃত আবুল কালামের ছেলে। এ ছাড়া কুমিল্লার দুলু সরকারের ছেলে সাইদুল, চাঁদপুরের ফিরোজ ব্যাপারীর ছেলে নাঈম হোসেন ও পাবনার মৃত সেলিমের ছেলে ফরিদ।
আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে বলে জানান সিনিয়র এএসপি পারভেজ রানা।