হোম > অপরাধ > ঢাকা

ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রি, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন কিনে বিভিন্ন ধরণের সফটওয়্যারের মাধ্যমে সেইসব ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল একটি চক্র। এই চক্রের শীর্ষ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

গত মঙ্গলবার রাত ৮টায় বংশাল থেকে আইএমইআই পরিবর্তন করার বিভিন্ন ডিভাইস, সফটওয়্যার ও চোরাই মোবাইল সহ পাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আব্দুল জব্বার রানা (৩৩), মো. শাহিন (৪০)। 

সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেপ্তারকৃত আসামীরা ঢাকা মহানগরসহ সারাদেশের বিভিন্ন জায়গায় চোরাই মোবাইল সেটের আইএমইআই নম্বর পরিবর্তন করে সেইসব চোরাই মোবাইল সেট বিক্রি করে আসছিল। তিনি বলেন, ‘বিশেষ ডিভাইস ও সফটওয়্যার ব্যবহার করে যে কোন মোবাইল সেটের আইএমইআই পরিবর্তন করে থাকে তারা।’ 

মুক্তা ধর বলেন, ‘বংশালের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের ৪র্থ তলার লিন ইন্টারন্যাশনাল থেকে মো. আব্দুল জব্বার রানা কে ডিভাইস, সফটওয়্যার ও চোরাই মোবাইল সহ এবং ফনিক্স রোডের নগর ভবনের বিপরীত পাশের একটি দোকান থেকে ডিভাইস, সফটওয়্যার ও চোরাই মোবাইল সহ মো. শাহিন কে গ্রেপ্তার করা হয়।’ 

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২টি ল্যাপটপ, ৭ টি আইএমইএই পরিবর্তনকারী ডিভাইস, ১০ টি চোরাই এনড্রয়েড মোবাইল ফোন। এই ঘটনায় বংশাল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে