হোম > অপরাধ > ঢাকা

ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রি, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন কিনে বিভিন্ন ধরণের সফটওয়্যারের মাধ্যমে সেইসব ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল একটি চক্র। এই চক্রের শীর্ষ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

গত মঙ্গলবার রাত ৮টায় বংশাল থেকে আইএমইআই পরিবর্তন করার বিভিন্ন ডিভাইস, সফটওয়্যার ও চোরাই মোবাইল সহ পাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আব্দুল জব্বার রানা (৩৩), মো. শাহিন (৪০)। 

সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেপ্তারকৃত আসামীরা ঢাকা মহানগরসহ সারাদেশের বিভিন্ন জায়গায় চোরাই মোবাইল সেটের আইএমইআই নম্বর পরিবর্তন করে সেইসব চোরাই মোবাইল সেট বিক্রি করে আসছিল। তিনি বলেন, ‘বিশেষ ডিভাইস ও সফটওয়্যার ব্যবহার করে যে কোন মোবাইল সেটের আইএমইআই পরিবর্তন করে থাকে তারা।’ 

মুক্তা ধর বলেন, ‘বংশালের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের ৪র্থ তলার লিন ইন্টারন্যাশনাল থেকে মো. আব্দুল জব্বার রানা কে ডিভাইস, সফটওয়্যার ও চোরাই মোবাইল সহ এবং ফনিক্স রোডের নগর ভবনের বিপরীত পাশের একটি দোকান থেকে ডিভাইস, সফটওয়্যার ও চোরাই মোবাইল সহ মো. শাহিন কে গ্রেপ্তার করা হয়।’ 

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২টি ল্যাপটপ, ৭ টি আইএমইএই পরিবর্তনকারী ডিভাইস, ১০ টি চোরাই এনড্রয়েড মোবাইল ফোন। এই ঘটনায় বংশাল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক