হোম > অপরাধ > ঢাকা

সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ওএসডি, স্ত্রী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁর স্থলে দায়িত্ব পেয়েছেন বোর্ডের পরিচালক (আইটিসি) অধ্যাপক মামুন উল হক। 

আজ রোববার রাতে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য জানান। 

তিনি বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবরকে ওএসডি করা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের পরিচালক অধ্যাপক মামুন উল হককে। এ সংক্রান্ত নথি মন্ত্রী স্বাক্ষর করেছেন। আগামীকাল সোমবার (২২ এপ্রিল) ওয়েবসাইটে অফিস আদেশটি প্রকাশ করা হবে। 

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মামুন উল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। তবে এখনো অফিস আদেশ হাতে পাইনি।’ 

এর আগে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সার্টিফিকেট ও মার্কশিট ক্রয়–বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বোর্ড চেয়ারম্যানের আলী আকবরের স্ত্রী সেহেলা পারভীনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

গত ১ এপ্রিল একই অভিযোগে গ্রেপ্তার হন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান।

আরও পড়ুন—

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন