হোম > অপরাধ > ঢাকা

চোরকে চিনে ফেলায় সাংবাদিকের মাকে গলা কেটে হত্যা: পিবিআই

টাঙ্গাইল ও ভূঞাপুর প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে চোরকে চিনে ফেলায় ষাটোর্ধ্ব বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয় বলে জানিয়েছে টাঙ্গাইল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তারের পর তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

আজ বুধবার হত্যা মামলায় জড়িত দুজনকে গ্রেপ্তার ও তাদের প্রাথমিক স্বীকারোক্তির বিষয়টি জানিয়েছেন পিবিআই পুলিশ সুপার সিরাজ আমীন। গতকাল মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ সদর ও ভূঞাপুর সদর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজগঞ্জ সদরের পুনর্বাসন এলাকার মো. শাহজাহান ওরফে শাহ জামালের ছেলে মো. লাবু মিয়া (২৯) ও ভূঞাপুর পশ্চিমপাড়ার সিরাজ আকন্দের ছেলে আল আমিন আকন্দ (২২)।

গত শুক্রবার ভূঞাপুর পৌরসভার পশ্চিম ভূঞাপুর এলাকার নিজ বাড়ি থেকে সুলতানা সুরাইয়া (৬৫) নামের এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত আবদুর রহিম আকন্দের স্ত্রী এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার বার্তা সম্পাদক আবু সায়েম আকন্দের মা।

এ গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে পুলিশ সুপার সিরাজ আমিন জানান, গ্রেপ্তার আল আমিন আকন্দ নিহত সুলতানা সুরাইয়ার নিকটাত্মীয়। বৃদ্ধার সন্তান ঢাকায় থাকার কারণে আল আমিন অনেক সময় টাকার বিনিময়ে তাঁর সাংসারিক কাজ করে দিতেন। সেই সুবাদে আসামিরা জানতে পারেন সুলতানা সুরাইয়ার কাছে টাকা আছে।

সেই টাকা চুরি করতে গত বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে আসামিরা বৃদ্ধার বাড়িতে যান। রাত ১২টার পর ঘরে প্রবেশ করার পর বৃদ্ধা তাঁদের দেখে চিনে ফেলেন। এ সময় বৃদ্ধা চিৎকার শুরু করলে আসামিরা গামছা দিয়ে তাঁর মুখ বেঁধে ফেলেন। পরে ছুরি দিয়ে বৃদ্ধার গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন। পরে সাড়ে ১২ হাজার টাকা ও তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে যান আসামিরা।

পিবিআই কর্মকর্তা সিরাজ আমিন আরও জানান, ওই সাড়ে ১২ হাজার টাকা দুজনে ভাগ করে নেন এবং মোবাইল দুটি লাবু নিয়ে নেন। এর মধ্যে একটি মোবাইল সিরাজগঞ্জ সদরে বিক্রি করেন লাবু। সেই মোবাইলের সূত্র ধরে প্রথমে লাবুকে ও পরে আল আমিন আকন্দকে চিহ্নিত করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা দুজনই নিজেদের দোষ স্বীকার করেছেন বলে জানান এ কর্মকর্তা।

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন