হোম > অপরাধ > ঢাকা

ধর্ষণ মামলায় এসআই শরিফুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধর্ষণের মামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৮–এর বিচারক বেগম মাফরোজা পারভীন কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন চাইলে বাদী ও আসামি পক্ষে শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে শরিফুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বাদীর আইনজীবী আবদুস সালাম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গত ১০ আগস্ট ধর্ষণের এই মামলায় একই ট্রাইব্যুনাল শরিফুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

এসআই শরিফুল ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত আছেন। শরিফুল পাবনা জেলার সাঁথিয়া থানার চৈত্রহাটি গ্রামের মৃত বন্দে আলীর ছেলে তিনি। 

গত বছরের ২৮ আগস্ট অভিযুক্ত শরিফুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলাটি করেছিলেন এক নারী। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করে ধর্ষণের ঘটনার সত্যতা পেয়ে ট্রাইবুনালে প্রতিবেদন দাখিল করলে বিচারক অপরাধ আমলে নিয়ে পরোয়ানা জারি করেন। 

বাদী তাঁর আরজিতে উল্লেখ করেন, ২০২০ সালের জানুয়ারিতে এসআই শরিফুলের সঙ্গে পরিচয় হয় তাঁর। একই বছরের ১৩ নভেম্বর শরিফুল বাদীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে বাদী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বাদী বিষয়টি এসআই শরিফুলকে জানালে তিনি হাসপাতালে নিয়ে গর্ভপাত করান।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক