হোম > অপরাধ > ঢাকা

ধর্ষণ মামলায় এসআই শরিফুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধর্ষণের মামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৮–এর বিচারক বেগম মাফরোজা পারভীন কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন চাইলে বাদী ও আসামি পক্ষে শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে শরিফুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বাদীর আইনজীবী আবদুস সালাম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গত ১০ আগস্ট ধর্ষণের এই মামলায় একই ট্রাইব্যুনাল শরিফুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

এসআই শরিফুল ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত আছেন। শরিফুল পাবনা জেলার সাঁথিয়া থানার চৈত্রহাটি গ্রামের মৃত বন্দে আলীর ছেলে তিনি। 

গত বছরের ২৮ আগস্ট অভিযুক্ত শরিফুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলাটি করেছিলেন এক নারী। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করে ধর্ষণের ঘটনার সত্যতা পেয়ে ট্রাইবুনালে প্রতিবেদন দাখিল করলে বিচারক অপরাধ আমলে নিয়ে পরোয়ানা জারি করেন। 

বাদী তাঁর আরজিতে উল্লেখ করেন, ২০২০ সালের জানুয়ারিতে এসআই শরিফুলের সঙ্গে পরিচয় হয় তাঁর। একই বছরের ১৩ নভেম্বর শরিফুল বাদীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে বাদী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বাদী বিষয়টি এসআই শরিফুলকে জানালে তিনি হাসপাতালে নিয়ে গর্ভপাত করান।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু