হোম > অপরাধ > ঢাকা

ধর্ষণ মামলায় এসআই শরিফুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধর্ষণের মামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৮–এর বিচারক বেগম মাফরোজা পারভীন কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন চাইলে বাদী ও আসামি পক্ষে শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে শরিফুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বাদীর আইনজীবী আবদুস সালাম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গত ১০ আগস্ট ধর্ষণের এই মামলায় একই ট্রাইব্যুনাল শরিফুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

এসআই শরিফুল ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত আছেন। শরিফুল পাবনা জেলার সাঁথিয়া থানার চৈত্রহাটি গ্রামের মৃত বন্দে আলীর ছেলে তিনি। 

গত বছরের ২৮ আগস্ট অভিযুক্ত শরিফুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলাটি করেছিলেন এক নারী। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করে ধর্ষণের ঘটনার সত্যতা পেয়ে ট্রাইবুনালে প্রতিবেদন দাখিল করলে বিচারক অপরাধ আমলে নিয়ে পরোয়ানা জারি করেন। 

বাদী তাঁর আরজিতে উল্লেখ করেন, ২০২০ সালের জানুয়ারিতে এসআই শরিফুলের সঙ্গে পরিচয় হয় তাঁর। একই বছরের ১৩ নভেম্বর শরিফুল বাদীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে বাদী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বাদী বিষয়টি এসআই শরিফুলকে জানালে তিনি হাসপাতালে নিয়ে গর্ভপাত করান।

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ