হোম > অপরাধ > ঢাকা

ছিনতাই করতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার এলাকায় ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক যুবক। গ্রেপ্তারকৃতের নাম মোহাম্মদ মামুন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। গতকাল বুধবার সন্ধ্যায় ছিনতাইয়ের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম। 

ওসি ফারুকুল আলম বলেন, বুধবার সন্ধ্যায় খিলগাঁও এলাকা থেকে রিকশাযোগে মানিকনগর মুগদা এলাকায় যাচ্ছিলেন ভুক্তভোগী শাওন সাকিব। রিকশাটি যখন খিলগাঁও ফ্লাইওভারের সামনে আসে তখন মোটরসাইকেলে দুজন এসে সাকিবের রিকশার গতিরোধ করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাঁর মানিব্যাগ ও মোবাইল নিয়ে নেয়। এরই মধ্যে খিলগাঁও থানার একটি টহল টিম চলে আসায় সাকিব বিষয়টি পুলিশ সদস্যদের জানালে ধাওয়া করে মামুনকে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় তাঁর সহযোগী পালিয়ে যায়। 

ওসি বলেন, মামুনকে আটকের পর তিনি নিজেকে সেনাবাহিনীর সাবেক সদস্য পরিচয় দেন। সৈনিক পদে চাকরির কথা বললেও কোনো প্রমাণ দিতে পারেননি। তিনি সেনাবাহিনীর সদস্য কি না, সেটি যাচাই করা হচ্ছে। ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে মামুনকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মামুনের বাড়ি ফরিদপুরে। তাঁর বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। রিমান্ড পেলে বিস্তারিত জানা যাবে। 

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার