হোম > অপরাধ > ঢাকা

ছিনতাই করতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার এলাকায় ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক যুবক। গ্রেপ্তারকৃতের নাম মোহাম্মদ মামুন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। গতকাল বুধবার সন্ধ্যায় ছিনতাইয়ের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম। 

ওসি ফারুকুল আলম বলেন, বুধবার সন্ধ্যায় খিলগাঁও এলাকা থেকে রিকশাযোগে মানিকনগর মুগদা এলাকায় যাচ্ছিলেন ভুক্তভোগী শাওন সাকিব। রিকশাটি যখন খিলগাঁও ফ্লাইওভারের সামনে আসে তখন মোটরসাইকেলে দুজন এসে সাকিবের রিকশার গতিরোধ করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাঁর মানিব্যাগ ও মোবাইল নিয়ে নেয়। এরই মধ্যে খিলগাঁও থানার একটি টহল টিম চলে আসায় সাকিব বিষয়টি পুলিশ সদস্যদের জানালে ধাওয়া করে মামুনকে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় তাঁর সহযোগী পালিয়ে যায়। 

ওসি বলেন, মামুনকে আটকের পর তিনি নিজেকে সেনাবাহিনীর সাবেক সদস্য পরিচয় দেন। সৈনিক পদে চাকরির কথা বললেও কোনো প্রমাণ দিতে পারেননি। তিনি সেনাবাহিনীর সদস্য কি না, সেটি যাচাই করা হচ্ছে। ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে মামুনকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মামুনের বাড়ি ফরিদপুরে। তাঁর বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। রিমান্ড পেলে বিস্তারিত জানা যাবে। 

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ