হোম > অপরাধ > ঢাকা

ছিনতাই করতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার এলাকায় ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক যুবক। গ্রেপ্তারকৃতের নাম মোহাম্মদ মামুন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। গতকাল বুধবার সন্ধ্যায় ছিনতাইয়ের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম। 

ওসি ফারুকুল আলম বলেন, বুধবার সন্ধ্যায় খিলগাঁও এলাকা থেকে রিকশাযোগে মানিকনগর মুগদা এলাকায় যাচ্ছিলেন ভুক্তভোগী শাওন সাকিব। রিকশাটি যখন খিলগাঁও ফ্লাইওভারের সামনে আসে তখন মোটরসাইকেলে দুজন এসে সাকিবের রিকশার গতিরোধ করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাঁর মানিব্যাগ ও মোবাইল নিয়ে নেয়। এরই মধ্যে খিলগাঁও থানার একটি টহল টিম চলে আসায় সাকিব বিষয়টি পুলিশ সদস্যদের জানালে ধাওয়া করে মামুনকে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় তাঁর সহযোগী পালিয়ে যায়। 

ওসি বলেন, মামুনকে আটকের পর তিনি নিজেকে সেনাবাহিনীর সাবেক সদস্য পরিচয় দেন। সৈনিক পদে চাকরির কথা বললেও কোনো প্রমাণ দিতে পারেননি। তিনি সেনাবাহিনীর সদস্য কি না, সেটি যাচাই করা হচ্ছে। ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে মামুনকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মামুনের বাড়ি ফরিদপুরে। তাঁর বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। রিমান্ড পেলে বিস্তারিত জানা যাবে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন