হোম > অপরাধ > ঢাকা

জমিজমার বিরোধে চাচির হাতে ভাতিজা খুন 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

শরীয়তপুরের নাওডোবা এলাকায় নির্মাণাধীন টয়লেট থেকে মাটিচাপা অবস্থায় কুতুবউদ্দিন (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির চাচি নার্গিস আক্তার (৩৫) ও চাচাতো বোন হাফসাকে (১৪) গ্রেপ্তার করা হয়। 

মৃত শিশুটি শিবচরের বাংলাবাজার ঘাটসংলগ্ন বাগিয়া গ্রামের ইসমাইল ব্যাপারী ছেলে। 

জানা যায়, গত বুধবার নার্গিস আক্তারের মেয়ে হাফসা শিশু কুতুবউদ্দিনকে চকলেট কেনার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর থেকেই শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ওই দিন বিকেলেই শিশুটির বাবা ইসমাইল ব্যাপারী শিবচর থানায় একটি অভিযোগপত্র দাখিল করেন। 

অভিযোগের ভিত্তিতে শিবচর থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার নার্গিস আক্তার ও তাঁর মেয়ে হাফসাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে নাওডোবা এলাকায় একটি নির্মাণাধীন টয়লেটের মধ্য থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় কুতুবউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। 

পারিবারিক ও স্থানীয় সূত্র বলেছে, ইসমাইল ব্যাপারীর বড় ভাই নার্গিস আক্তারের স্বামী আবুল হাশেম ব্যাপারী কয়েক বছর আগে মারা গেছেন। পরে তিনি তাঁর এক ছেলে ও এক মেয়ে নিয়ে বাবার বাড়ি শরীয়তপুরের নাওডোবা গ্রামে বসবাস করেন। কয়েক দিন আগে স্বামীর বাড়ির জায়গাজমির ভাগবণ্টন নিয়ে নার্গিসের সঙ্গে দেবর-ভাশুরদের দ্বন্দ্ব তৈরি হয়।  

এ বিষয়ে নিহত শিশু কুতুবউদ্দিনের মেজো চাচা মুছা ব্যাপারী বলেন, `আমার বড় ভাই (হাশেম ব্যাপারী) মারা যাওয়ার পরে আমরা ভাইয়ের বউ-বাচ্চাদের খোঁজখবর রাখি। টাকাপয়সাও দিই। কিন্তু জায়গাজমি নিয়ে দ্বন্দ্বের কারণে তারা আমার ভাতিজাকে খুন করেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।' 

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাত বলেন, `ঘটনার পরে শিশুটির বাবা অভিযোগ করলে আমরা তাকে উদ্ধারের কাজ শুরু করি। সন্দেহজনকভাবে নার্গিস আক্তার ও তার মেয়ে হাফসাকে গ্রেপ্তার করলে হত্যাকাণ্ডের বিষয়টি উঠে আসে। তাদের দেওয়া তথ্যর ভিত্তিতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।'

পরিদর্শক আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে। 

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ