ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিবেদক জামাল উদ্দিন ছিনতাইয়ের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
সাংবাদিক জামাল আজকের পত্রিকাকে বলেন, ‘অফিস শেষ করে ফার্মগেট হয়ে বাসায় যাচ্ছিলাম। তেজগাঁও কলেজের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ছিনতাইকারী পেছন থেকে আমার হাতে থাকা ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। ব্যাগটিতে আমার ব্যবহৃত মোবাইল ফোন, সচিবালয়ে প্রবেশের অ্যাক্রিডিটেশন কার্ড ও প্রয়োজনীয় কাগজ ছিল।’
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে শেরেবাংলা নগর থানার পুলিশের একটি দল।
শেরেবাংলা নগর থানার এসআই গৌতম রায় বলেন, ‘ভুক্তভোগী সাংবাদিক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা তাঁর ব্যাগটি উদ্ধারের চেষ্টা করছি।’