ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শামীম শেখ (২২), নাজমুল হাসান ওরফে সৈকত (২৮) ও রাসেল শেখ (২৮)। তাঁদের কাছ থেকে চার হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুর বিআরটিসির বাস ডিপো এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তাঁরা ঢাকা ও আশপাশের এলাকায় বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের তিনজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।