হোম > অপরাধ > ঢাকা

হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে শহিদ শেখ হত্যা মামলার প্রধান আসামি খালাতো ভাই রবিউল শেখকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরপদ্মবিলা গ্রামের একটি বাঁশ বাগান থেকে রবিউলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে কাশিয়ানী থানা-পুলিশ। নিহত রবিউল চরপদ্মবিলা গ্রামের মালেক শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, চরপদ্মবিলা গ্রামের আপন খালাতো ভাই শহিদ শেখ হত্যা মামলার প্রধান আসামি রবিউল শেখ। গত বুধবার রাতে তাঁকে বাড়ি থেকে নিহতের খালাতো ভাই কুব্বত শেখ ও প্রতিবেশী নাসির ডেকে নিয়ে যান। রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়ে তাঁর সন্ধান পাননি।

এরপর স্থানীয়রা বাড়ির পশ্চিম পার্শ্বের দীনেশ বিশ্বাসের বাঁশ বাগানে রবিউলের রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের মাথা, কান ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। 

নিহত রবিউলের স্ত্রী শ্যামলী বেগম বলেন, ‘গত বুধবার রাতে কয়েল কিনে বাড়ি ফেরার পরে আমার স্বামীকে রাতের বেলা মামলা বিষয়ে কথা বলার জন্য তাঁর খালাতো ভাই কুব্বত শেখ ও নাসির ডেকে নিয়ে যায়। তারপর আর কোনো খবর পাই না তাঁর। মোবাইলও বন্ধ ছিল। সকালে লোকজনের কাছে শুনতে পারি আমার স্বামীকে কুপিয়ে বাঁশ বাগানে ফেলে রেখেছে।’ 

উল্লেখ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০২০ সালের ৩০ নভেম্বর রাতে আপন খালাতো ভাই শহিদ শেখকে পিটিয়ে হত্যা করেন রবিউল শেখ। এ ঘটনায় নিহতের ভাই কুব্বাত শেখ বাদী হয়ে রবিউল শেখ ভাই মনির শেখসহ আরও কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা জামিনে রয়েছেন। 

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার