হোম > অপরাধ > ঢাকা

স্কুলের সামনে ইয়াবা বিক্রি, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল, কলেজ। বন্ধ স্কুল-কলেজের সামনে রাতে জমে আড্ডা। এর মধ্যেই বিক্রি হচ্ছে মাদক। রাজধানীর কাফরুলের একটি স্কুলের সামনে ইয়াবা বিক্রির সময় ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোয়াইব ও মো. সালাউদ্দিন। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

গত বৃহস্পতিবার রাত ৯টায় কাফরুলের হাজী আশরাফ আলী স্কুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, ‘কয়েকজন মাদক ব্যবসায়ী হাজী আশরাফ আলী স্কুলের সামনে ও আশপাশের এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশে ঘোরাঘুরি করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সোয়াইব ও সালাউদ্দিনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।’ 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, ‘তাঁরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। এখানেও প্রায়ই বিক্রির জন্য ইয়াবা নিয়ে আসতেন।’

গ্রেপ্তারকৃতদের কাফরুল থানায় করা মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। 

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ