হোম > অপরাধ > ঢাকা

স্কুলের সামনে ইয়াবা বিক্রি, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল, কলেজ। বন্ধ স্কুল-কলেজের সামনে রাতে জমে আড্ডা। এর মধ্যেই বিক্রি হচ্ছে মাদক। রাজধানীর কাফরুলের একটি স্কুলের সামনে ইয়াবা বিক্রির সময় ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোয়াইব ও মো. সালাউদ্দিন। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

গত বৃহস্পতিবার রাত ৯টায় কাফরুলের হাজী আশরাফ আলী স্কুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, ‘কয়েকজন মাদক ব্যবসায়ী হাজী আশরাফ আলী স্কুলের সামনে ও আশপাশের এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশে ঘোরাঘুরি করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সোয়াইব ও সালাউদ্দিনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।’ 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, ‘তাঁরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। এখানেও প্রায়ই বিক্রির জন্য ইয়াবা নিয়ে আসতেন।’

গ্রেপ্তারকৃতদের কাফরুল থানায় করা মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। 

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন