হোম > অপরাধ > ঢাকা

চুরি যাওয়া মোটরসাইকেল টাকার বিনিময়ে উদ্ধার, দুই মেম্বার প্রার্থী শ্রীঘরে

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় চোর সন্দেহে কেদারপুর ইউনিয়নের দুই মেম্বার পদপ্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাতে কেদারপুর ইউনিয়ন থেকে মোটরসাইকেলসহ তাঁদের আটক করা হয়। 

পুলিশ জানায়, গত ১২ ডিসেম্বর স্থানীয় নড়িয়া বাজারের ঝুমুর হোটেলের সামনে থেকে ইতালিপ্রবাসী মো. মুরাদ ওরফে সালাম মাতবরের মোটরসাইকেল চুরি যায়। নড়িয়া থানায় মামলা করেন তিনি। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ মামলাটির তদন্ত করছিল। 

এর মধ্যে গতকাল সোমবার রাতে কেদারপুর ইউনিয়নের কেদারপুর গ্রামের ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার প্রার্থী আতাহার খান এবং কেদারপুর ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার প্রার্থী বাশার পাইক ৫০ হাজার টাকার বিনিময়ে মোটরসাইকেলটি উদ্ধার করে মালিকের কাছে পৌঁছে দেন। 

পুলিশ সংবাদ পেয়ে আজ মঙ্গলবার ভোরে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। চোর চক্রের সঙ্গে জড়িত সন্দেহে দুই মেম্বার প্রার্থীকেও আটক করে। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। 

নড়িয়া থানার ওসি অবনী শংকর কর বলেন, ‘গাড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছি। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।’

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন