হোম > অপরাধ > ঢাকা

চুরি যাওয়া মোটরসাইকেল টাকার বিনিময়ে উদ্ধার, দুই মেম্বার প্রার্থী শ্রীঘরে

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় চোর সন্দেহে কেদারপুর ইউনিয়নের দুই মেম্বার পদপ্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাতে কেদারপুর ইউনিয়ন থেকে মোটরসাইকেলসহ তাঁদের আটক করা হয়। 

পুলিশ জানায়, গত ১২ ডিসেম্বর স্থানীয় নড়িয়া বাজারের ঝুমুর হোটেলের সামনে থেকে ইতালিপ্রবাসী মো. মুরাদ ওরফে সালাম মাতবরের মোটরসাইকেল চুরি যায়। নড়িয়া থানায় মামলা করেন তিনি। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ মামলাটির তদন্ত করছিল। 

এর মধ্যে গতকাল সোমবার রাতে কেদারপুর ইউনিয়নের কেদারপুর গ্রামের ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার প্রার্থী আতাহার খান এবং কেদারপুর ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার প্রার্থী বাশার পাইক ৫০ হাজার টাকার বিনিময়ে মোটরসাইকেলটি উদ্ধার করে মালিকের কাছে পৌঁছে দেন। 

পুলিশ সংবাদ পেয়ে আজ মঙ্গলবার ভোরে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। চোর চক্রের সঙ্গে জড়িত সন্দেহে দুই মেম্বার প্রার্থীকেও আটক করে। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। 

নড়িয়া থানার ওসি অবনী শংকর কর বলেন, ‘গাড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছি। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।’

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন