শরীয়তপুরের নড়িয়া উপজেলায় চোর সন্দেহে কেদারপুর ইউনিয়নের দুই মেম্বার পদপ্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাতে কেদারপুর ইউনিয়ন থেকে মোটরসাইকেলসহ তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, গত ১২ ডিসেম্বর স্থানীয় নড়িয়া বাজারের ঝুমুর হোটেলের সামনে থেকে ইতালিপ্রবাসী মো. মুরাদ ওরফে সালাম মাতবরের মোটরসাইকেল চুরি যায়। নড়িয়া থানায় মামলা করেন তিনি। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ মামলাটির তদন্ত করছিল।
এর মধ্যে গতকাল সোমবার রাতে কেদারপুর ইউনিয়নের কেদারপুর গ্রামের ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার প্রার্থী আতাহার খান এবং কেদারপুর ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার প্রার্থী বাশার পাইক ৫০ হাজার টাকার বিনিময়ে মোটরসাইকেলটি উদ্ধার করে মালিকের কাছে পৌঁছে দেন।
পুলিশ সংবাদ পেয়ে আজ মঙ্গলবার ভোরে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। চোর চক্রের সঙ্গে জড়িত সন্দেহে দুই মেম্বার প্রার্থীকেও আটক করে। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
নড়িয়া থানার ওসি অবনী শংকর কর বলেন, ‘গাড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছি। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।’