হোম > অপরাধ > ঢাকা

খেতে না চাওয়ায় শিশুকে হত্যা: আদালতে সৎ বাবার স্বীকারোক্তি

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে খেতে না চাওয়ায় তিন বছরের শিশু নামিরা ফারিজকে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে সৎ বাবা আজাহারুল ইসলাম (২৭)।

নিহত শিশুটির মায়ের দক্ষিণখান থানায় করা হত্যা মামলায় দুই দিন রিমান্ড শেষে তাকে আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানোর পরে আজাহারুল ইসলাম হাকিম আদালতের বিচারকের কাছে এ জবানবন্দি দিয়েছেন।

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) ও হত্যা মামলাটির তদন্ত কর্মকর্তা মোসাম্মত রেজিয়া খাতুন আজকের পত্রিকাকে এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘দক্ষিণখানের আশকোনা এলাকায় সৎ বাবার হাতে তিন বছরের শিশুকে হত্যার ঘটনায় করা মামলায় বাবাকে দুই দিনের রিমান্ড শেষ আদালতে পাঠানো হলে হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে আজাহারুল ইসলাম।’

হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে জানতে চাইলে আজাহারের স্বীকারোক্তির বরাত দিয়ে এসআই রেজিয়া খাতুন বলেন, ‘ঘটনার দিন দুপুরে আজহার তাঁর তিন বছরের সৎ মেয়ে নামিরা ফারিজকে মারধর করেন। এরপর তিনি অফিসে চলে যান। পরে তার মা এসে নামিরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৎ মেয়ে নামিরা ফারিজ রাত আড়াইটার দিকে মারা যায়।’

উল্লেখ্য, দক্ষিণখানের আশকোনা একাডেমির গলির হেলাল উদ্দিনের ভাড়া বাড়িতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় ঘটে। নিহত ওই শিশুটি হলেন, মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ীর উত্তর বেতকা এলাকার আজাহারুল ইসলাম ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জের তাসলিমা জাহান ইমার মেয়ে। আজহারুল হলেন নামিরা ফারিজের সৎ বাবা।

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার