হোম > অপরাধ > ঢাকা

ফ্ল্যাট লিখে না দেওয়ায় অপহরণ, গ্রেপ্তার ৫

প্রতিনিধি, টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে ফ্ল্যাট লিখে না দেওয়ায় এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে। শনিবার রাত আটটার দিকে টঙ্গীর দত্তপাড়া হাসানলেন এলাকায় এ ঘটনা ঘটে।

পরে রাত সাড়ে এগারোটার দিকে একটি রেস্টুরেন্টের ভেতর থেকে হানিফ আলীকে (৩৬) উদ্ধার করে পুলিশ। সে দত্তপাড়া হাসানলেন এলাকার আনোয়ার হোসেনের (মৃত) ছেলে।

অপহরণে জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, দত্তপাড়া হাসানলেন এলাকার মৃত আমজাদ আলীর ছেলে কামরুল হাসান (৪৬), একই এলাকার আব্দুল জলিলের ছেলে মেহেদী হাসান শাহিন (৩৫), টঙ্গীর এরশাদ নগর এলাকার হিফজুল বারির ছেলে শরিফ রানা বাবু (৩৭), এরশাদ নগর ৮ নম্বর ব্লকের পিয়ার আলীর (মৃত) ছেলে মাহফুজ আহম্মেদ (৪৫), কুড়িগ্রাম জেলার রৌমারি থানার কোমরভাঙ্গি গ্রামে মতিউর রহমানের (মৃত) ছেলে আতাউর রহমান (৪০)।

পুলিশ জানায়, প্রায় সাত বছর আগে হানিফ ও কামরুল দুই বন্ধু টঙ্গীর দত্তপাড়া হাসান লেন এলাকায় আড়াই কাঠা জমি কেনেন। পরে সেই জমিতে পাঁচ তলা ভবন নির্মাণ করে পাশাপাশি ফ্ল্যাটে পরিবার নিয়ে বাস করতেন। ভবনের বাকি ফ্ল্যাট গুলোকে দুটি ভাগে ভাগ করে ভাড়া তোলেন তুই বন্ধু। কয়েক মাস আগে ফ্ল্যাটের ভাড়া তোলা নিয়ে দুই বন্ধু দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। পরে স্থানীয়রা শালিশের মাধ্যমে বিষয়টি সমাধান করে দেওয়া হয়।

হানিফ আলী বলেন, গত কয়েক মাস আগে স্থানীয় শালিশে ৭৩ লাখ টাকায় আমার মালিকানায় থাকা জায়গাসহ পাঁচ তলা ভবনের ৫টি ফ্ল্যাট আমার বন্ধু কামরুলের কাছে বিক্রির সিদ্ধান্ত হয়। গত শনিবার রাতে কামরুলসহ কয়েকজন আমাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অটো রিকশায় তুলে নিয়ে দত্তপাড়া চানকির টেক এলাকায় নিয়ে মারধর করে একটি স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলে। এর কয়েক ঘণ্টা পর সেখান থেকে আবার দত্তপাড়া এলাকার একটি রেস্টুরেন্টে নিয়ে আসে। একপর্যায়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তবে কয়েকজন পালিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, অপহরণে ঘটনায় থানায় মামলা হয়েছে। পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬