হোম > অপরাধ > ঢাকা

মেডিকেল ভর্তির প্রশ্নপত্র ফাঁস: সাত চিকিৎসকসহ গ্রেপ্তার ১২ 

নিজস্ব প্রতিবেদক

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ৭ চিকিৎসকসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শনিবার তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে তাঁদের পরিচয় জানানো হয়নি। সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান তথ্যটি নিশ্চিত করেছেন। 

আজাদ রহমান বলেন, এ বিষয়ে আগামীকাল রোববার দুপুরে সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিস্তারিত জানাবেন। 

সিআইডির একটি সূত্র বলছে, কয়েক বছর আগে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। সে সময় এ নিয়ে একটি মামলা হয়। সেই মামলা তদন্ত করতে গিয়ে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত এই চিকিৎসকদের সম্পৃক্ততা পাওয়া গেছে। 

প্রশ্নপত্র ফাঁস মামলার তদন্ত করছে এমন একটি সূত্র জানিয়েছে, চক্রটির ফাঁস করা প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে গত কয়েক বছরে অন্তত কয়েকশ শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হয়েছেন। জানতে চাইলে সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, ব্রিফিংয়ে সার্বিক বিষয়ে জানানো হবে। 

এবার সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির পরীক্ষা গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়। এবার পরীক্ষা দেন এক লাখ ৩৯ হাজারের বেশি শিক্ষার্থী। সারা দেশের ১৯টি কেন্দ্রে ৫৭টি ভেন্যুতে এক ঘণ্টা সময়ের ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির পরীক্ষায় অংশ নেন পরীক্ষার্থীরা। 

দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে চার হাজার ৩৫০টি এবং ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার ৭৭২টি আসন রয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু