হোম > অপরাধ > ঢাকা

ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে দুজনের সাক্ষ্য গ্রহণ 

নারায়ণগঞ্জ ও সোনারগাঁও প্রতিনিধি

কথিত স্ত্রীর ধর্ষণ মামলায় হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে দুজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে মামুনুল হকের উপস্থিতিতে তাঁদের সাক্ষ্য নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ। তিনি বলেন, আজ মামুনুল হকের বিরুদ্ধে দুজন সাক্ষ্য প্রদান করেছেন। এর আগে এই মামলায় আরও সাতজন সাক্ষী দিয়েছেন। 

একই বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসান বলেন, সাক্ষ্যগ্রহণ শেষে মামুনুল হককে ফের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, সকালে আদালত প্রাঙ্গণে মামুনুল হককে কড়া নিরাপত্তায় উপস্থিত করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে বেশ কিছু হেফাজত ও মামুনুল সমর্থকদের আনাগোনা দেখা যায়। তবে সকাল থেকেই আদালতে ছিল কড়া নিরাপত্তা।

আসামি পক্ষের আইনজীবী অ্যাড. ওমর ফারুক নয়ন বলেন, ‘মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় চাজর্শিটভুক্ত ৯, ১০, ১১ এবং ১২ নম্বর সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু এদিন দুজন সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন, নাজমুল হাসান শান্ত ও মো. শফিকুল ইসলাম সাগর। আদালতে সাক্ষ্য দিতে হাজির হননি জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনি ও রতন মিয়া। 

তিনি আরও বলেন, সাক্ষীদের জেরা করা হলে তারা তেমন সদুত্তর দিতে পারেননি। 

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করা অবস্থায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মামুনুল হককে ঘেরাও করেন। পরে হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও সমর্থকেরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর চালিয়ে তাঁকে নিয়ে যান। এই ঘটনার পর ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে মামলা করেন তাঁর সঙ্গে থাকা ওই নারী।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন