হোম > অপরাধ > ঢাকা

শিক্ষক হত্যার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, আগামীকাল বড় আন্দোলনের ডাক

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় শিক্ষককে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করার ঘটনায় হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ৯টার দিকে আশুলিয়ার চিত্রশাইল হাজী ইউনুছ আলী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। 

এর আগে গতকাল মঙ্গলবার বিক্ষোভ ও মানববন্ধন এবং সেখানে ৬ দফা দাবি তুলে ধরে শিক্ষার্থীরা। 

আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুন) সাভার উপজেলার সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। ওই দিন তারা আরও বৃহৎ আন্দোলনের ডাক দেয়। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলে, আগামীকাল বৃহস্পতিবার সবচেয়ে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল সাভার উপজেলার সমস্ত স্কুল-কলেজ আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বেলা ১১টার দিকে সাভার উপজেলা চত্বরে উপজেলার সব স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হবে। 

শিক্ষার্থীরা মানববন্ধনে বলে, ‘ঘটনার দিন বিকেলেও জিতু এলাকায় বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছে। স্যারের অবস্থার অবনতি হলে পরদিন জিতুর পরিবারসহ পালিয়ে যায়। শিক্ষক উৎপলকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে জিতু। আমরা জিতুর ফাঁসি চাই।’ 

উল্লেখ্য, গত শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম জিতু। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে শিক্ষক উৎপল কুমার মারা যান। ঘটনার পর থেকে জিতু পলাতক। 

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ