হোম > অপরাধ > ঢাকা

শিক্ষক হত্যার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, আগামীকাল বড় আন্দোলনের ডাক

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় শিক্ষককে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করার ঘটনায় হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ৯টার দিকে আশুলিয়ার চিত্রশাইল হাজী ইউনুছ আলী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। 

এর আগে গতকাল মঙ্গলবার বিক্ষোভ ও মানববন্ধন এবং সেখানে ৬ দফা দাবি তুলে ধরে শিক্ষার্থীরা। 

আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুন) সাভার উপজেলার সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। ওই দিন তারা আরও বৃহৎ আন্দোলনের ডাক দেয়। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলে, আগামীকাল বৃহস্পতিবার সবচেয়ে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল সাভার উপজেলার সমস্ত স্কুল-কলেজ আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বেলা ১১টার দিকে সাভার উপজেলা চত্বরে উপজেলার সব স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হবে। 

শিক্ষার্থীরা মানববন্ধনে বলে, ‘ঘটনার দিন বিকেলেও জিতু এলাকায় বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছে। স্যারের অবস্থার অবনতি হলে পরদিন জিতুর পরিবারসহ পালিয়ে যায়। শিক্ষক উৎপলকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে জিতু। আমরা জিতুর ফাঁসি চাই।’ 

উল্লেখ্য, গত শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম জিতু। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে শিক্ষক উৎপল কুমার মারা যান। ঘটনার পর থেকে জিতু পলাতক। 

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ