হোম > অপরাধ > ঢাকা

ধামরাইয়ে মসজিদের মাইক সেট ও দানবাক্সের টাকা চুরি

প্রতিনিধি, ধামরাই (ঢাকা) 

ঢাকার ধামরাইয়ের একটি মসজিদের মাইক সেট ও দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার সকালের দিকে উপজেলার বাথুলী বাস স্ট্যান্ড এর পাশে বাইতুন নূর জামে মসজিদ থেকে ৪০ হাজার টাকা মূল্যের মাইক সেট ও দানবাক্সে থাকা প্রায় ১০ / ১৫ হাজার টাকা নিয়ে যায়। 

সিসিটিভির ফুটেজে দেখা যায়, লুঙ্গি ও টি শার্ট পরা এক যুবক মসজিদের ভেতরে প্রবেশ করে। তার কয়েক মিনিট পর হাতে অগোছালো টাকা নিয়ে মসজিদ থেকে বেরিয়ে আসেন। এর কিছুক্ষণ পর আবার মসজিদের মাইক সেট নিয়ে চলে যান ওই যুবক। 

পরে স্থানীয় লোকজন দেখতে পায় মসজিদের মাইক সেট ও দানবাক্সের সব টাকা নেই। পরে সিসিটিভির ফুটেজ দেখে সবাই নিশ্চিত হয় মসজিদের মাইক সেট ও দানবাক্সের সব টাকা চুরি হয়ে গেছে। 

বাইতুন নূর জামে মসজিদ এর সভাপতি মো. এমদাদুল হক বলেন, শনিবার সকালে ৪০ হাজার টাকা মূল্যের মসজিদের মাইক সেট ও দানবাক্সে থাকা ১০ / ১৫ হাজার টাকা চুরি হয়ে গেছে। সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হয়েছি। কিন্তু সিসিটিভিতে চুরের চেহারা সম্পূর্ণ বোঝা যায় না। 

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) রশিদ উদ্দিন জানান, এ রকম চুরির বিষয়ে আমাদের জানা নেই। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯