হোম > অপরাধ > ঢাকা

ধামরাইয়ে মসজিদের মাইক সেট ও দানবাক্সের টাকা চুরি

প্রতিনিধি, ধামরাই (ঢাকা) 

ঢাকার ধামরাইয়ের একটি মসজিদের মাইক সেট ও দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার সকালের দিকে উপজেলার বাথুলী বাস স্ট্যান্ড এর পাশে বাইতুন নূর জামে মসজিদ থেকে ৪০ হাজার টাকা মূল্যের মাইক সেট ও দানবাক্সে থাকা প্রায় ১০ / ১৫ হাজার টাকা নিয়ে যায়। 

সিসিটিভির ফুটেজে দেখা যায়, লুঙ্গি ও টি শার্ট পরা এক যুবক মসজিদের ভেতরে প্রবেশ করে। তার কয়েক মিনিট পর হাতে অগোছালো টাকা নিয়ে মসজিদ থেকে বেরিয়ে আসেন। এর কিছুক্ষণ পর আবার মসজিদের মাইক সেট নিয়ে চলে যান ওই যুবক। 

পরে স্থানীয় লোকজন দেখতে পায় মসজিদের মাইক সেট ও দানবাক্সের সব টাকা নেই। পরে সিসিটিভির ফুটেজ দেখে সবাই নিশ্চিত হয় মসজিদের মাইক সেট ও দানবাক্সের সব টাকা চুরি হয়ে গেছে। 

বাইতুন নূর জামে মসজিদ এর সভাপতি মো. এমদাদুল হক বলেন, শনিবার সকালে ৪০ হাজার টাকা মূল্যের মসজিদের মাইক সেট ও দানবাক্সে থাকা ১০ / ১৫ হাজার টাকা চুরি হয়ে গেছে। সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হয়েছি। কিন্তু সিসিটিভিতে চুরের চেহারা সম্পূর্ণ বোঝা যায় না। 

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) রশিদ উদ্দিন জানান, এ রকম চুরির বিষয়ে আমাদের জানা নেই। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য