হোম > অপরাধ > ঢাকা

মাথা ছাড়া লাশের পরিচয় শনাক্ত, পুলিশ হেফাজতে দ্বিতীয় স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: মহাখালী কাঁচা বাজার এলাকায় যুবকের মাথা কাটা দেহ উদ্ধারের এক ঘণ্টা পর বস্তাবন্দী হাত পা উদ্ধার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ। এই ঘটনায় ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত ওই যুবকের মাথা খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া এই যুবকের নাম ময়না মিয়া। ১৯৮৩ সালে জন্ম নেওয়া ময়না মিয়ার দেশের বাড়ি সিলেটে। কিন্তু কিশোরগঞ্জ শ্বশুর বাড়িতে থাকেন। ময়নার দুই বউয়ের মধ্যে একজন কিশোরগঞ্জ ও অন্যজন ঢাকায় থাকে।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার হাফিজ আল ফারুক আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে আমরা জেরা করার জন্য তাঁর দ্বিতীয় স্ত্রীকে আটক করেছি। প্রথম স্ত্রীকে এখনো খুঁজে পাইনি। ধারণা করা হচ্ছে দুই স্ত্রী নিয়ে ঝামেলা কোন এক কারণেই তাঁকে খুন করা হয়েছে।

এর আগে গত রোববার রাতে মহাখালী কাঁচা বাজারের পাশে লাশটি উদ্ধারের করে বনানী থানা-পুলিশ। বস্তাবন্দী মরদেহের হাত, পা, মাথা কাটা ছিল। এ ঘটনার এক ঘণ্টা পর মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে হাত ও পা উদ্ধার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ। পরবর্তীতে দেখা যায় টুকরোগুলো একই ব্যক্তির।

মাথা হাত পা ছাড়া দেহ উদ্ধারের পর গতকাল রাতেই বনানী থানার এসআই রাজিব তালুকদার বলেন, মসজিদ গলিতে একটি বস্তায় সন্দেহভাজন কিছু পড়ে আছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। উদ্ধারকৃত মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। সিসিটিভি বিশ্লেষণ করে অপরাধী শনাক্ত করার কাজ চলছে।

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ