হোম > অপরাধ > ঢাকা

রায়পুরায় কৃষকের গলাকাটা ও চোখ ওপড়ানো লাশ উদ্ধার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় কৃষিখেত থেকে রায়হান উদ্দিন (৪৫) নামে এক কৃষকের লাশ করা হয়েছে। এ সময় তাঁকে গলাকাটা ও বাঁ চোখ ওপড়ানো অবস্থায় উদ্ধার করে পুলিশ।

আজ সোমবার দুপুরে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের কৃষি জমি ঘাস খেত থেকে তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

রায়হান সিরাজনগর নয়াচর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ।

পুলিশ ও স্থানীয়রা জানান, নয়াচর এলাকায় সকাল সাড়ে ৯টায় স্থানীয়রা একটি ঘাসের জমিতে ওই কৃষকের ডান চোখ ওপড়ানো ও গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। নিহতের স্বজনেরা লাশ শনাক্ত করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুপুরে সুরতহাল শেষে লাশ নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠায়। 

নিহতের মেয়ে মারজিয়া বলেন, ‘গতকাল রাত সাড়ে ৯টায় বাবা বাড়ি থেকে বেড় হন। পরে রাতে আর বাড়ি ফেরেননি। এ নিয়ে পরিবারের সকলে চিন্তিত ছিল। পরে সকালে স্থানীয় সুলতান মিয়ার ঘাস খেতে বাবার গলাকাটা ও বাঁ চোখ ওপড়ানো লাশ পাওয়া যায়।’ 

তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে এ ব্যাপারে ধারণা দিতে পারেননি তিনি। বাবা হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে এটি একটি হত্যাকাণ্ড। নিহতের চোখ উপড়ে ফেলা হয়েছে। গলায় আঘাতের চিহ্ন আছে।’

সত্যজিৎ কুমার ঘোষ আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে। পুলিশের পাশাপাশি এখানে ডিবি ও পিবিআই সদস্যরা কাজ করছে।

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন