হোম > অপরাধ > ঢাকা

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত অপর ২ ভাই

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মুগদা মান্ডা কাজীবাড়ি মসজিদ এলাকায় দুই দোকানের মালামাল ক্রয়–বিক্রয় নিয়ে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে আশিক এলাহী শাকিল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই ভাই, আশিক পারভেজ সুজন (৩৮) ও আশিক শামস (২৪)। দুইজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মান্ডা কাজীবাড়ি মসজিদ এলাকায় এই মারামারির ঘটনা ঘটে। প্রথমে আহত তিনজনকে স্বজনেরা মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশিক এলাহী শাকিলকে রাত ১২টার দিকে মৃত ঘোষণা করা হয়। 

আহত নিহতদের বাবা মো. ওমর ফারুক জানান, তাঁদের বাসা উত্তর মান্ডা ছাতা মসজিদ এলাকায়। সেখানে তাঁদের গ্যাস সিলিন্ডারের ব্যবসা রয়েছে। রাতে তাঁদের দোকানের এক কর্মচারীকে মারধর করা হয়। তখন তিন ভাই কাজিবাড়ি মসজিদ এলাকায় গেলে তাঁদের ছুরিকাঘাত করে। হাসপাতালে নিয়ে এলে এক ভাই মারা যান। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, মুগদা থেকে ছুরিকাঘাতে আহত তিন ভাইকে হাসপাতালে নিয়ে এলে এক ভাই মারা যান। আহত দুই ভাই জরুরি বিভাগে চিকিৎসাধীন। 

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, মান্ডা কাজীবাড়ি মসজিদ এলাকায় দুই দোকানের মালামাল ক্রয়–বিক্রয় নিয়ে একটি মারামারির ঘটনা ঘটে, এতে তিনজন আহত হয়। তাঁদের মুগদা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় লোকজন। সেখানে একজন মারা গেছে বলে জানতে পেরেছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী