হোম > অপরাধ > ঢাকা

সিগারেটের আগুন না দেওয়ায় হোটেল মালিককে ঘুষি মেরে হত্যা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর সিগারেট ধরানোর জন্য গ্যাস ম্যাচের আগুন না দেওয়ায় বখাটে যুবকের এলোপাতাড়ি কিল-ঘুষিতে এক হোটেল মালিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ শনিবার বিকেলে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের দেওয়ার বাজার এলাকায় ঘটনা ঘটে। 

ওই হোটেল মালিক উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের হোসেন আলীর ছেলে মিনহাজ উদ্দিন মিনু (৫০)। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার দেওয়ার গ্রামের অনু সরকারের ছেলে রিপন সরকার পার্শ্ববর্তী দেওয়ার বাজারের হোটেল ব্যবসায়ী মিনহাজ উদ্দিন মিনুর কাছে সিগারেটে আগুন ধরানোর জন্য গ্যাস লাইটার চান। না দেওয়ায় রিপন সরকার (৩৫) ও তাঁর সহযোগী তুহিন (২৫) হোটেল মালিক মিনহাজকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এতে মিনহাজ একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে যান। সেখানেই মৃত্যু হয় তাঁর। আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যান। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিকেলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী হামলা ও মৃত্যু তথ্য নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি