হোম > অপরাধ > ঢাকা

সুদের টাকার জন্য বাবাকে অপমান, প্রতিশোধ নিতে পাওনাদারের শিশুকে খুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে এক শিশুকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর জানা যায় বাবাকে অপমানের প্রতিশোধ নিতে ওই শিশুকে অপহরণের কের হত্যা করেছেন তিনি। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী সিরাজগঞ্জ থেকে অপহৃত শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শিশুর নাম তামজিদ (৯)। সে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়া পাছর এলাকার লতিফ সরকারের ছেলে। 

গ্রেপ্তারকৃত যুবকের নাম সোহাগ (৩৫)। তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার তেপাড়িয়া গ্রামের মাখন মিয়ার ছেলে। তিনি শিশু তামজিদের বাবার বাড়ির ভাড়াটিয়া। তিনি গাজিপুরে একটি কারখানায় চাকরি করেন। 

আজ রোববার ভোরে টাঙ্গাইল থেকে সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ। এসব তথ্য জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (এএসপি) মাহবুব-উজ-জামান। তিনি বলেন, সোমবার তাঁকে আদালতে পাঠানো হবে। 

এএসপি মাহবুব জানান, আসামি সোহাগ তাঁর এক ভাই ও বোনকে নিয়ে গাজীপুর মহানগরীর গাছা থানার আওতাধীন কুনিয়া পাছর এলাকার লতিফ সরকারের বাসায় ভাড়া থাকেন।

বাড়ির মালিক লতিফ সরকারের স্ত্রী সুদে টাকা ঋণ দেন। লতিফ সরকারের স্ত্রীর কাছ থেকে সোহাগ ২০ হাজার টাকা এবং তাঁর বোন সুলতানা ১৬ হাজার টাকা সুদে নেন। তাঁরা টাকার সুদ ও বাসা ভাড়া সময়মতো পরিশোধ করতে না পারায় তাদের বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালমন্দ ও অপমান করতেন। অভিযুক্ত সোহাগের বাবা মাখন পুরান ঢাকায় বই বাঁধাইয়ের কাজ করেন। কয়েক দিন আগে সোহাগের বাবা তাদের ওখানে বেড়াতে গেলে লতিফ সরকার সোহাগের বাবাকে এ কারণে অপমান করেন। 

এএসপি আরও জানান, সোহাগের বাবা চলে যাওয়ার পর গত ১০ মার্চ প্রতিশোধ নিতে বাড়িওয়ালার শিশুসন্তান তামজিদকে অজ্ঞাতনামা ২-৩ জনের সহায়তায় অপহরণ করেন সোহাগ। এ ঘটনায় লতিফ সরকার ১১ মার্চ থানায় অভিযোগ দায়ের করেন। মামলা দায়ের পরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি সোহাগের অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করে। পরে সোহাগের দেওয়া তথ্যমতে, সিরাজগঞ্জ জেলার চৌহালি থানাধীন চৌদরশি সাকিনস্থ পশ্চিম দিকে খাস কাউলিয়া মৌজার খাস জমির শস্যখেতের পশ্চিমাংশে বালুর নিচ থেকে শিশু তামজিদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা মাহবুব-উজ-জামান বলেন, ‘জিজ্ঞাসাবাদে আসামি সোহাগ অপহরণ ও হত্যার কথা স্বীকার করেছে। সে জানিয়েছে, বাবাকে অপমান করার শোধ নেওয়ার জন্যই সে শিশুটিকে অপহরণ করে হত্যা করেছে।’

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ