হোম > অপরাধ > ঢাকা

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে গরম তেল ঢেলে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যৌতুকের জন্য নির্যাতন ছিল নিত্যনৈমিত্তিক। স্বামীর পরকীয়ায় বাধা হয়ে উঠেছিলেন স্বর্ণা বেগম। পথের কাঁটা সরিয়ে দিতে স্বর্ণা বেগমকে তাঁর স্বামী মজনু মিয়া গরম তেল শরীরে ঢেলে হত্যা করেন বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। আজ বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে মুক্তা ধর বলেন, এক যুগ আগে বিয়ের পর থেকেই মজনু মিয়া যৌতুকের জন্য স্বর্ণাকে নির্যাতন করে আসছিলেন। স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতনের মামলায় মজনু মিয়া কয়েক মাস জেল খাটেন। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করেন। পুনরায় তাঁকে নির্যাতন শুরু করা হলে স্বর্ণা বেগম বাধ্য হয়ে সাভারের জিরানী এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেন। গত ২৪ সেপ্টেম্বর বিকেলে মজনু মিয়া সেখানে যান। তারপর রাতে ঘুমন্ত অবস্থায় তিনি স্বর্ণার শরীরে গরম তেল ঢেলে পালিয়ে যান। গরম তেলে স্বর্ণার পুরো শরীর ঝলসে যায়। রাতেই সহকর্মীরা তাঁকে সাভার থেকে জামালপুরের সজনু মিয়ার নিজের বাড়িতে নিয়ে যান। পরদিন ২৫ সেপ্টেম্বর সকালে তাঁকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ফেলে রেখে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে ১৩ দিন চিকিৎসার পর তাঁর মৃত্যু হয়। 

এ ঘটনায় দায়ের করা মামলায় মজনু মিয়াকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। 

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬