হোম > অপরাধ > ঢাকা

ফরিদপুরে পিস্তল হাতে ভাইরাল মৎস্যজীবী লীগ নেতাকে বহিষ্কার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

পিস্তল হাতে ভাইরাল হওয়া ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম-আহ্বায়ক আছাদুজ্জামান পরশ শিকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান এবং সদস্যসচিব ফরিদ মিয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

ওই পত্রে উল্লেখ করা হয়, গত ২৭ এপ্রিল উত্তরাধিকার-৭১ নিউজের সম্পাদক প্রবীর সিকদারের ফেসবুক আইডি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় আগ্নেয়াস্ত্রসহ আপনার ছবি ভাইরাল হয়, যা সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যক্রম এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই আপনাকে সংগঠনের কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো। আছাদুজ্জামান পরশ শিকদার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। 

এ ব্যাপারে জেলা মৎস্যজীবী লীগের সদস্যসচিব ফরিদ মিয়া জানান, প্রথমে তাঁকে কারণ দর্শানোর জন্য বলা হলেও পরে কেন্দ্রীয় নেতা ও জেলা আওয়ামী লীগের নেতারা তাঁকে সরাসরি বহিষ্কারের নির্দেশ দেন। যেহেতু তাঁর হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে, তাই দলীয় নেতারা বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছেন। 

এ বিষয়ে আছাদুজ্জামান পরশ শিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব