হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ দলে না থাকা শান্ত-হাসানরাই কাঁপাচ্ছেন বিপিএল

ক্রীড়া ডেস্ক    

এখন পর্যন্ত শীর্ষ রান সংগ্রাহক শান্ত। ছবি: বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল লো স্কোরিং ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এদিন মাত্র ৫ রান করেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ মিঠুনের দলের বিপক্ষে ব্যাটিং দেখে এই বাঁ হাতিকে বিবেচনা করার সুযোগ থাকছে না। কারণ বিপিএলের সিলেট পর্ব শেষে রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে আছেন শান্ত।

বোলারদের মধ্যে দাপট দেখাচ্ছেন হাসান মাহমুদ। এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন নোয়াখালী এক্সপ্রেসের এই পেসার। বিপিএলে দুর্দান্ত ছন্দে থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ব্রাত্য এই দুজন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দিন দশের আগে দল দিয়েছে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। সে দলে জায়গা হয়নি শান্ত ও হাসানের।

অধিনায়কত্বের মতো ব্যাট হাতেও রাজশাহীকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন শান্ত। সিলেট টাইটান্সকে ৮ উইকেট হারিয়ে বিপিএল শুরু করেছিল রাজশাহী। সে ম্যাচে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে দলটির জয়ের নায়ক শান্ত। জেতেন ম্যাচসেরার পুরস্কার। রংপুর রাইডার্সের বিপক্ষে ৭ উইকেটে জয়ের দিনে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শান্ত। সেদিনও ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠে তাঁর হাতে।

সিলেট পর্ব শেষে ৮ ইনিংসে শীর্ষে থাকা শান্তর সংগ্রহ ২৯২ রান। ১৪২.৪৩ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি। এবারের বিপিএলে ন্যূনতম দুশো রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে শান্তর চেয়ে বেশি স্ট্রাইকরেট নেই আর কারও। তাঁর এমন ব্যাটিং পারফরম্যান্সের মতো উড়ছে রাজশাহীও। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ফ্র্যাঞ্চাইজিটি।

রাজশাহীর উল্টো মেরুতে আছে নোয়াখালী। মাত্র ২ জয়ে টেবিলে সবার নিচে আছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। নোয়াখালী বাদ পড়ার শঙ্কায় থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে বেশ উজ্জ্বল হাসান। এখন পর্যন্ত খেলা ৮ ম্যাচে তাঁর শিকার ১৪ উইকেট। ওরভারপ্রতি খরচ করেছেন ৬.০৭ রান। ন্যূনতম ৬ উইকেট নেওয়ার বোলারদের মধ্যে সবচেয়ে কম খরুচে বোলিং করেছেন হাসান। রংপুরকে হারিয়ে এবারের বিপিএলে প্রথম জয়ের দেখা পায় নোয়াখালী। সে ম্যাচে ২৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচেসরার পুরস্কার জেতেন হাসান।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ