হোম > অপরাধ > চট্টগ্রাম

এতিমখানায় কিশোরকে ব্লেড দিয়ে জখম করল সহপাঠী

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীর দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের হাসান গনিপুর বাংলাদেশ অরফানেজ সেন্টার নামের একটি এতিমখানায় একরাম হোসেন (১৩) নামে এক ছাত্রকে ব্লেড দিয়ে মারাত্মকভাবে জখম করেছে তারই সহপাঠী। গত ২০ এপ্রিল সন্ধ্যায় অরফানেজ সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

একরাম এতিমখানার মাদ্রাসার সপ্তম শ্রেণির আবাসিক ছাত্র। অভিযুক্ত শিক্ষার্থী আশ্রাফুল ইসলাম (১৩) ষষ্ঠ শ্রেণির ছাত্র ও স্থানীয় হারিছ আহাম্মদের ছেলে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক  মো. বেলায়েত হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

স্থানীয় লোকজন ও অভিযোগের ভিত্তিতে জানা যায়, ওই দিন সন্ধ্যায় ইফতারের পরে হাত ধোয়ার জন্য অরফানেজ সেন্টারের অজুখানায় যায় একরাম হোসেন। এ সময় অরফানেজ সেন্টার সংলগ্ন বাড়ি থেকে এসে অজুখানার সামনে অবস্থান করে আশ্রাফুল ইসলাম। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে আশ্রাফুল পকেট থেকে ব্লেড বের করে একরামের হাতে ও পিঠে আঘাত করে। পরে স্থানীয় লোকজন একরামকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক বেলায়েত হোসেন গতকাল শুক্রবার রাতে বাদী হয়ে দাগনভূঞা থানায় অভিযোগ দেন। 

এ ব্যাপারে অরফানেজ সেন্টারের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন বলেন, ‘ভুক্তভোগী ছাত্রকে সহযোগিতা করার জন্য আমরা তার পরিবারের পাশে আছি। কিন্তু আমরা ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারলাম তারা মামলা করতে আগ্রহী নয়।’ 

অভিযোগের তদন্ত কর্মকর্তা দাগনভূঞা থানা উপসহকারী পরিদর্শক (এএসআই) মোহাম্মদ সিরাজ বলেন, ‘শনিবার সকালে সরেজমিনে বিষয়টি তদন্ত করতে গেলে জানতে পারি, অভিযুক্ত শিক্ষার্থী আশ্রাফুল ইসলামকে তার মা মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে শাক কেটে বাড়ি নেওয়ার জন্য ওই ব্লেডটি দিয়েছিলেন। কিন্তু পরে মা সেই ব্লেডটি আর ফেরত নেননি। মারামারির সময় ব্লেডটি ব্যবহার করেছে।’

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট