হোম > অপরাধ > চট্টগ্রাম

ফটিকছড়িতে খুন্তির ছ্যাঁকায় ঝলসে গেছে শিশুর শরীর

প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম) 

চট্টগ্রামের ফটিকছড়িতে শাহীন মনি নামের তিন বছরের এক শিশুকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে পুরো শরীর ঝলসে দিয়েছে সৎমা। গত শনিবার রাতে উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের আবদুর রহমান টেন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ওই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

গতকাল রোববার রাতে আহত শিশুর বাবা মোহাম্মদ করিম বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ সৎমা নিগার সুলতানা বৃষ্টিকে (২৪) গ্রেপ্তার করে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহীন মনিকে তার সৎমা গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার পর তালাবদ্ধ ঘরে বেঁধে রাখে যাতে কেউ জানতে না পারে। পরে রোববার সন্ধ্যায় শাহীন মনি ঘর থেকে বের হলে স্থানীয়রা আহত অবস্থায় দেখে স্থানীয় কাউন্সিলর রফিকুল আলমকে জানান। তিনি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন। পুলিশ এসে অভিযুক্ত সৎমাকে গ্রেপ্তার করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এমন বর্বর ঘটনা খুবই নিন্দনীয়। আমরা খবর পেয়ে সৎমাকে গ্রেপ্তার করেছি। তাঁকে আদালতে হাজির করা হবে।’ 

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার