হোম > অপরাধ > চট্টগ্রাম

রায়পুরে আপন ভাইকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে মো. সাইফুল আলম মৃধা (৬০) হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন মৃধাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ অক্টোবর) বিকেলে তাঁকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আসামিকে নিয়ে রায়পুর ফিরছেন বলেও জানান। 

এর আগে গত শনিবার রাত ৮টার দিকে ঢাকায় চিকিৎসার জন্য যাওয়ার পথে মারা যান আহত মো. সাইফুল আলম মৃধা। ওইদিন বিকেলে জমি নিয়ে বিরোধে ছোট ভাই দেলোয়ার হোসেন মৃধা ও তাঁর লোকজনের হামলায় তিনি গুরুতর আহত হন বলে পরিবারের সদস্যদের অভিযোগ। তাঁরা উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের কবিরহাট সংলগ্ন মৃধা বাড়ির মৃত সাইদুর রহমান মৃধার ছেলে। 

ঘটনার পরদিন গত রোববার দুপুরে নিহতের স্ত্রী নাছিমা বেগম (৫০) বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় দেলোয়ার হোসেন মৃধা (৫০), শিমুল সাংবাদিক (২৮), আব্দুল মতিন (৫৯), নাজমুন নাহার নাজমা (৪৫), আবু মুসা মোহন সাংবাদিক (৩৫), নিশু আক্তার (৩৫), মো. বাশার মাষ্টার (৬৫), রেশমা আক্তার (৩০) ও সুইটি বেগমসহ (৪৫) নয় জনকে আসামি করা হয়। এর আগে এজাহারভুক্ত নিশু আক্তার ও সুইটি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। 

উল্লেখ্য, প্রধান আসামি দেলোয়ার হোসেন মৃধা একটি জাতীয় দৈনিকের রায়পুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। অপর আসামি শিমুল হোসেন একটি পত্রিকার স্টাফ রিপোর্টার ও আবু মুসা মোহন আরেকটি দৈনিকের রায়পুর উপজেলা প্রতিনিধি। 

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সামসুল আরেফিন বলেন, ‘এজাহারভুক্ত প্রধান আসামিসহ এ পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত আছে।’

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি