হোম > অপরাধ > চট্টগ্রাম

হাতিয়ায় দেড় কোটি টাকার অবৈধ জাল জব্দ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে নৌ-পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার নলচিরা পুলিশ ফাঁড়ির পাশে শিবলু মিয়ার ঘাটে এনে জব্দ করা ওই সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এর আগে গত ২৪ ঘণ্টায় হাতিয়ার সুখচর ও নলচিরা ইউনিয়নের উত্তর পাশে মেঘনা নদী থেকে জালগুলো জব্দ করা হয়। 

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নলচিরা ঘাটের পশ্চিম পাশে শিবলু মিয়ার ঘাট থেকে ওই সব জাল জব্দ করে নৌ-পুলিশের একটি দল। পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় নদী থেকে জালগুলো তুলে এনে ঘাটে স্তূপ করে রাখা হয়। জব্দকৃত জালের মধ্যে রয়েছে ১ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল, ১২টি বেহুন্দী, ১০টি মশারি জাল, ১ লাখ ২০ হাজার মিটার চর ঘেরা জাল এবং পাতানোর কাজে ব্যবহার করা ২৫টি খুঁটি। 

স্থানীয় ব্যবসায়ী ও জেলেদের হিসাবে জব্দকৃত ওই সব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকা। 

জব্দকৃত কিছু জাল নদীতে পাতানো অবস্থায় পাওয়া গেলেও অধিকাংশ তীরে পাওয়া যায়। জেলেরা নদীতে পাতানোর জন্য ওই সব জাল তীরে এনে প্রস্তুত করছিলেন। তবে নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান। পরে আজ সকালে জব্দ করা জালগুলো নৌ-পুলিশের কর্মকর্তা, মৎস্য অফিসের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

এ বিষয়ে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, কারেন্ট জালগুলো নদীতে পাতানো অবস্থায় পাওয়া গেছে। বেহুন্দী, মশারি ও চরঘেরা জাল নলচিরা ঘাটের পশ্চিম পাশে একটি মাছঘাটে পাওয়া যায়। জেলেরা ওই সব জাল রাতে নদীতে নামানোর জন্য প্রস্তুত করছিলেন। 

ফাঁড়ির ইনচার্জ আরও বলেন, যেকোনো অবৈধ জালের ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি। প্রতিদিন আমাদের দুটি টিম ভিন্ন ভিন্ন সময়ে নদীতে দায়িত্ব পালন করে। 

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১