হোম > অপরাধ > চট্টগ্রাম

দীঘিনালায় যাত্রীবাহী বাসে আগুন, আরোহীরা অক্ষত

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে গেল শান্তি পরিবহনের একটি বাস। আজ মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার দীঘিনালা ইউনিয়ন পরিষদসংলগ্ন পুকুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। কীভাবে আগুন লাগল সে ব্যাপারে কিছু বলতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পরিবহন কর্তৃপক্ষ।

খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরে-নবী জানান, শান্তি পরিবহনের বাসে আগুন লাগার ঘটনা শোনামাত্র ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা বলেন, ‘স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আগুনে পুড়ছে শান্তি পরিবহন। কারা এ ঘটনা ঘটিয়েছে তা বলা যাচ্ছে না।’ 

খাগড়াছড়ি শান্তি পরিবহনের অফিস সহকারী সুমন দেবনাথ বলেন, শান্তি পরিবহনের বাবুছড়া বাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে কোনো যাত্রী হতাহত না হলেও গাড়িটি আগুনে পুড়ে গেছে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। 

খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সক্রিয় রয়েছে।

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি