হোম > অপরাধ > চট্টগ্রাম

চুয়েটে পুলিশ সদস্যের বিরুদ্ধে দুই ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ছাত্রীকে এক পুলিশ সদস্য উত্ত্যক্ত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়েটের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত পুলিশ সদস্য চুয়েট পুলিশ ক্যাম্পে কর্মরত আছেন বলে জানা যায়। তাঁর নাম শফিকুল ইসলাম। 

ভুক্তভোগীর দুই ছাত্রীর বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যার সময় চুয়েটের প্রধান ফটকের বাইরে এক রেস্তোরাঁয় বন্ধুরা নাশতা খাচ্ছিলেন তাঁরা। এ সময় পাশের টেবিলে বসা থেকে চোখের ইশারায় অশালীন অঙ্গভঙ্গি করেন অভিযুক্ত পুলিশ সদস্য। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার পরও উত্ত্যক্ত করার চেষ্টা করেন শফিকুল। 

পরে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে অভিযুক্ত পুলিশ সদস্যকে ঘিরে ধরে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম এবং রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন। এ সময় অভিযুক্ত শফিকুলকে শিক্ষার্থীরা পুলিশের ঊর্ধ্বতন এই দুই কর্মকর্তার হাতে সোপর্দ করা হয়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘পুলিশ কর্মকর্তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ নিয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম বলেন, বিষয়টি জানতে পেরেছি, যা খুব দুঃখজনক। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত পুলিশ সদস্য শফিকুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা