হোম > অপরাধ > চট্টগ্রাম

চুয়েটে পুলিশ সদস্যের বিরুদ্ধে দুই ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ছাত্রীকে এক পুলিশ সদস্য উত্ত্যক্ত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়েটের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত পুলিশ সদস্য চুয়েট পুলিশ ক্যাম্পে কর্মরত আছেন বলে জানা যায়। তাঁর নাম শফিকুল ইসলাম। 

ভুক্তভোগীর দুই ছাত্রীর বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যার সময় চুয়েটের প্রধান ফটকের বাইরে এক রেস্তোরাঁয় বন্ধুরা নাশতা খাচ্ছিলেন তাঁরা। এ সময় পাশের টেবিলে বসা থেকে চোখের ইশারায় অশালীন অঙ্গভঙ্গি করেন অভিযুক্ত পুলিশ সদস্য। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার পরও উত্ত্যক্ত করার চেষ্টা করেন শফিকুল। 

পরে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে অভিযুক্ত পুলিশ সদস্যকে ঘিরে ধরে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম এবং রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন। এ সময় অভিযুক্ত শফিকুলকে শিক্ষার্থীরা পুলিশের ঊর্ধ্বতন এই দুই কর্মকর্তার হাতে সোপর্দ করা হয়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘পুলিশ কর্মকর্তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ নিয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম বলেন, বিষয়টি জানতে পেরেছি, যা খুব দুঃখজনক। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত পুলিশ সদস্য শফিকুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার