হোম > অপরাধ > চট্টগ্রাম

চুয়েটে পুলিশ সদস্যের বিরুদ্ধে দুই ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ছাত্রীকে এক পুলিশ সদস্য উত্ত্যক্ত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়েটের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত পুলিশ সদস্য চুয়েট পুলিশ ক্যাম্পে কর্মরত আছেন বলে জানা যায়। তাঁর নাম শফিকুল ইসলাম। 

ভুক্তভোগীর দুই ছাত্রীর বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যার সময় চুয়েটের প্রধান ফটকের বাইরে এক রেস্তোরাঁয় বন্ধুরা নাশতা খাচ্ছিলেন তাঁরা। এ সময় পাশের টেবিলে বসা থেকে চোখের ইশারায় অশালীন অঙ্গভঙ্গি করেন অভিযুক্ত পুলিশ সদস্য। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার পরও উত্ত্যক্ত করার চেষ্টা করেন শফিকুল। 

পরে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে অভিযুক্ত পুলিশ সদস্যকে ঘিরে ধরে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম এবং রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন। এ সময় অভিযুক্ত শফিকুলকে শিক্ষার্থীরা পুলিশের ঊর্ধ্বতন এই দুই কর্মকর্তার হাতে সোপর্দ করা হয়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘পুলিশ কর্মকর্তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ নিয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম বলেন, বিষয়টি জানতে পেরেছি, যা খুব দুঃখজনক। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত পুলিশ সদস্য শফিকুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ