চট্টগ্রামের ফটিকছড়িতে আট বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে পুলিশে দিয়েছেন গ্রামবাসী। গতকাল সোমবার রাতে উপজেলার একটি গ্রামের লোকজন তাঁকে ধরে উপজেলার দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে।
ভুক্তভোগী শিশুটিকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। হানিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে ভুজপুর থানায়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ হানিফ (২৭) খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাতাছড়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি ফটিকছড়ির একটি বাগানবাজার ইউনিয়নের গার্ডপাড়া জামিরুল উলুম ইসলামী মাদ্রাসার শিক্ষক। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। সোমবার বিকেলে আরবি পড়তে ওই শিক্ষকের কাছে যায় বলে জানিয়েছে পুলিশ।
ভুজপুর থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ মোতাহের হোসেন বলেন, সোমবার বিকেলে শিশুটি মাদ্রাসায় হানিফের কাছে আরবি পড়তে যান। এ সময় মাদ্রাসায় অন্য শিক্ষার্থীরা ছিলেন না। শিশুটিকে একা পেয়ে হানিফ নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে বিষয়টি অভিভাবকদের জানায়। গ্রামের লোকজন জানতে পেরে রাতে ওই মাদ্রাসায় গিয়ে হানিফকে আটক করে। পরে তাঁকে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে।